জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর, দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেট দুনিয়াকে তিনি শাসন করেছেন। আর একজন আধুনিক ক্রিকেটে বিপক্ষ বোলারদের সংহারক। প্রথমজন এক ও অদ্বিতীয় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আর একজন বিরাট কোহলি (Virat Kohli)। 'গড অফ ক্রিকেট' ১০০টি শতরানের মালিক হলেও, ফিটনেসের শীর্ষে থাকা বিরাট মাত্র ৩৪ বছর বয়সেই ৭৫টি শতরান সেরে ফেলেছেন। যদিও 'কিং কোহলি' (King Kohli) এমন অসম তুলনায় নিজেকে জড়াতে চাইছেন না। বরং কেরিয়ারের শৃঙ্গে পৌঁছে গেলেও, বিরাট তাঁর সেরা দুই ব্যাটারকে বেছে নিলেন। তাঁরা হলেন স্যর ভিভিয়ান রিচার্ডস (Sir Vivian Richards) ও মাস্টার ব্লাস্টার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার অর্থাৎ ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে এবারের আইপিএল (IPL 2023) অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এর আগে আরসিবি-র (RCB) ইউটিউব চ্যানেলে নিজের মনের কথা তুলে ধরলেন। প্রশ্ন ছিল, "আপনার চোখে সর্বকালের সেরা ক্রিকেটার কে?" বিরাটের প্রতিক্রিয়া ছিল, "আমি সবসময় দু’জনের নাম উল্লেখ করেছি। নিজেদের সময়ে ব্যাটিংয়ের আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন তাঁরা হলেন-সচিন তেন্ডুলকর ও ভিভ রিচার্ডস। সচিন পাঁজি আমার ছোটবেলার হিরো। ক্রিকেটকে একেবারে পালটে দিয়েছিলেন এই দুই তারকা। আমার মতে এই দুজনেই সর্বকালের সেরা ক্রিকেটার।"  



আরও পড়ুন: IPL 2023: এম এস ধোনি থেকে রোহিত, গৌতম গম্ভীর থেকে সচিন, ছবিতে দেখুন আইপিএল-এর সেরা ১০ অধিনায়ক


আরও পড়ুন: Virat Kohli, IPL 2023: কেন শখের একাধিক গাড়ি বিক্রি করে দিয়েছেন বিরাট? জেনে নিন আসল কারণ



কয়েকদিন আগেই বিরাটের ভক্তরা লক্ষ্য করেছিলেন, ডান হাতে একটি নতুন ট্যাটু করিয়েছেন তাঁদের প্রিয় তারকা। এই ট্যাটুর নেপথ্যে কী কারণ রয়েছে, সেই নিয়েও জল্পনা শুরু হয়। সাক্ষাৎকারে সেই ট্যাটু নিয়ে বিরাট বলেন, “ট্যাটু এখনও সম্পূর্ণ হয়নি। সবেমাত্র অর্ধেকটা আঁকা হয়েছে। তাই এই ট্যাটুর কী অর্থ, সেটা নিয়ে এখনও কিছু বলতে পারব না।”


গত ১৫ বছরে আরসিবি এখনও ট্রফি জিততে পারেনি। তবে আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএল-এও কথা বলে বিরাটের ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের হয়ে এখনও ২২৩টি ম্যাচ খেলেছেন বিরাট। এই তালিকার শীর্ষে থাকা বিরাটের মোট রান ৬৬২৪। গড় ৩৬.২০। স্ট্রাইক রেট ১২৯.১৫। সর্বাধিক স্কোর ১১৩। গতবার থেকেই আরসিবি-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এবার ক্রোড়পতি লিগে নামার আগে আন্তর্জাতিক মঞ্চের তিন ফরম্যাটেই করেছেন শতরান। তাই বেশ চাপমুক্ত হয়ে বাইশ গজে নামবেন 'কিং কোহলি'। মারকাটারি টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট কেমন পারফর্ম করেন, সেটাই দেখার।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)