জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। শনিবার অর্থাৎ ২৫ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) দলে যোগ দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। 'কিং কোহলি'-র (King Kohli) ছবি আরসিবি (RCB) তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। এমনকি ক্রিকেটকে বিদায় জানালেও, আরসিবি-তে যুক্ত রয়েছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) ও ক্রিস গেইল (Chris Gayle)। দুই তারকাকেও এবার অন্য ভূমিকায় দেখা যাবে। সেইজন্য শনিবার দু'জন দলে যোগ দিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাইশ গজের যুদ্ধে তিনি আগ্রাসী মেজাজে থাকেন। ঠিক তেমনই মাঠের বাইরে একেবারে দিলখুশ মেজাজে সময় কাটান বিরাট। এরমধ্যে আবার তিনি চাপমুক্ত। তাই আরও বেশি খোশমেজাজে রয়েছেন 'কিং কোহলি'। আর হয়তো সেটাই তাঁর চুলের নতুন লুকেও ফুটে উঠল। অতীতে বিভিন্ন রুপে ধরা দিয়েছেন। এবারও তেমনই তাঁর নতুন চুলের বাহার দেখা গেল। আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL 2023)। এর আগে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সামনে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহাতারকার নতুন মেকওভার। যা ঝড় তুলেছে তাঁর ফ্যানেদের মনে।





এদিকে বিরাট তাঁর গত ১৫ বছরের আইপিএল কেরিয়ারে ট্রফি জিততে পারেননি। এবার কি সেই মহার্ঘ্য ট্রফি হাতে তুলতে পারবেন? সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। এই প্রসঙ্গে তিনি যোগ করেন, "ভালো পারফর্ম করলে এর ফল পাওয়া যাবেই। এটাই খেলার নিয়ম। তিন ফরম্যাটে শতরানের খরা কেটে গিয়েছে। এখন আমি চাপমুক্ত। তাই আরও ভালো পারফর্ম করতে হবে।" 


আইপিএল-এর মঞ্চে আরসিবি-র হয়ে এখনও ২২৩টি ম্যাচ খেলেছেন বিরাট। এই তালিকার শীর্ষে থাকা তাঁর মোট রান ৬৬২৪। গড় ৩৬.২০। স্ট্রাইক রেট ১২৯.১৫। সর্বাধিক স্কোর ১১৩। গতবার আরসিবি-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এবার ক্রোড়পতি লিগে নামার আগে আন্তর্জাতিক মঞ্চের তিন ফরম্যাটেই করেছেন শতরান। তাই বেশ চাপমুক্ত হয়ে বাইশ গজে নামবেন 'কিং কোহলি'। এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)