Kapil Dev On MS Dhoni: `ও কি আজীবন খেলবে নাকি?` ধোনির ভবিষ্যৎ নিয়ে সাফ কথা ঠােঁটকাটা কপিলের
Kapil Dev gives honest opinion on CSK skipper MS Dhoni future: কিংবদন্তি কপিল দেব কোথাও ধোনির উপর মানুষেক প্রত্যাশা নিয়ে বিরক্ত। ৮৩-র বিশ্বকাপ জয়ী সাফ বলছেন, ধোনির পক্ষে তো আর আজীবন খেলা সম্ভব নয়। এর চেয়ে বরং ধোনি যা করেছেন, তাঁর জন্য ফ্যানদের উচিত ধোনিকে ধন্যবাদ জানানো। এমনই বলছেন `হরিয়ানা হ্যারিকেন`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। সোমের রাতেই চূড়ান্ত হয়ে যাবে যে, এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) পঞ্চমবারের জন্য় আইপিএল খেতাব জিতবে না, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হবে। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন অবশ্যই চোখ থাকবে টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ক ধোনির দিকে। এখন ধোনি ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরছে, ধোনির কি এটাই শেষ আইপিএল নাকি, তিনি আগামী বছরও খেলবেন। ধোনির অবসরের ইস্যুতে কোথাও একটু হলেও বিরক্ত দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কপিল দেব (Kapil Dev) সাফ বলে দিলেন যে, অনেক করেছেন ধোনি। এক অনুষ্ঠানে ধোনির ভবিষ্যতের প্রসঙ্গে কপিল বলেন, 'দেখুন ও বিগত ১৫ বছর আইপিএল খেলছে। এটা কেন যে, আমরা শুধু ধোনিকে নিয়েই কথা বলছি? ও ওর কাজ করেছে। ও কি আজীবন খেলবে নাকি? আমরা ওর থেকে আর কী চাইতে পারি! সেটা তো হবে না। আমাদের ধন্যবাদ জানানো উচিত যে, ও ১৫ বছর ধরে খেলছে। ও আগামী বছর খেলবে কি খেলবে না, সেটা অন্য প্রশ্ন। ওর খেলা মুগ্ধ করেছে। হয়তো ও বড় রান করেনি ঠিকই, কিন্তু দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গিয়েছে। এটাই বুঝিয়ে দিয়েছে যে, ক্রিকেটে অধিনায়কত্বের গুরুত্ব ঠিক কোথায়!'
গুজরাতকে হারিয়ে চেন্নাইকে আইপিএল ফাইনালে তোলার পর, ধোনি নিজে মুখেই বলে দিয়েছিলেন যে, কী করবেন তিনি। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনিকে সঞ্চালক হর্ষ ভোগলে প্রশ্ন করেন, 'এবার আর আপনাকে চেন্নাইতে খেলতে দেখা যাবে না। আপনি আহমেদাবাদে চলে যাচ্ছেন। প্রতি বছর আপনাকে আমি একই প্রশ্ন করে যাচ্ছি। আপনাকে কি ফের চেন্নাইয়ের জার্সিতে চিপকে দেখা যাবে?' জবাব ধোনি হেসে বলেন, 'প্রশ্নটা হওয়া উচিত আমাকে আর চেন্নাইয়ের মাঠে খেলতে দেখা যাবে কি না।' তখন হর্ষ হেসে সেই প্রশ্নই করেন ধোনিকে। ধোনি বলেন, 'আমি জানি না। সিদ্ধান্ত নেওয়ার জন্য আট-নয় মাস সময় রয়েছে। ডিসেম্বর নাগাদ ছোট নিলাম আছে। তাহলে এখনই কেন সেই মাথাব্যথা নেব আমি! সিদ্ধান্ত নেওয়ার জন্য় অনেক সময় রয়েছে। আমি সবসময় সিএসকে-র সঙ্গে রয়েছি। প্লেয়ার হিসেবে না অন্য কোনও ভূমিকায় ডাগআউটে থাকব, তা আমি জানি না। দেখুন সত্যি বলতে খুবই চাপ পড়ে যায়। বিগত চার মাস ঘরের বাইরে আছি। ৩১ জানুয়ারি বাড়ির বাইরে বেরিয়েছি। কাজ শেষ করেছি। মার্চের দুই-তিন তারিখ থেকে অনুশীলন শুরু করেছি। ভাবনাচিন্তার জন্য় অনেক সময় রয়েছে।'
আরও পড়ুন: IPL Final 2023, CSK vs GT: 'ভিলেন' সেই বৃষ্টি, কাপ জয়ের লক্ষ্যে রিজার্ভ ডে-তে নামবেন ধোনি-হার্দিক
চলতি মরসুম শুরুর আগেই জানা গিয়েছিল যে, ৪১ বছরের ধোনির সম্ভবত এটিই শেষ আইপিএল। গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই আইপিএল থেকে ছিটকেই যায়। তবুও আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। দেখা যাক ধোনি এবার পঞ্চম খেতাব জেতেন কিনা!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)