জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পরিবর্তে এই মরসুমে দলের ব্যাটন দেওয়া হয়েছে নীতীশ রানার (Nitish Rana) হাতে। কলকাতা নাইট রাইডার্স (KKR) এই ঘোষণা করে দিয়েছে। তিনিই এবার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন। ২০১৮ সাল থেকে নীতীশ রয়েছেন এই দলের সঙ্গে। ১৩০-এর স্ট্রাইক রেটে বাঁ-হাতি স্টাইলিশ ব্যাটার করেছেন ১৭৪৪ রান। নীতীশের আইপিএল ক্যাপ্টেনসির অভিজ্ঞতা নেই ঠিকই, তবে সয়ৈদ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) নীতীশের নেতৃত্বে দিল্লি ১২টি টি-২০ ম্যাচ খেলেছে। যার মধ্যে আটবার জিতেছে টিম। অধিনায়ক হিসেবে গুরুদায়িত্ব পাওয়ার পর দিনই নীতীশ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। দলের হেডস্যার চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit) সঙ্গে নিয়ে নীতীশ সাংবাদিক বৈঠক করলেন বাইপাসের ধারের এক হোটেলে। আর সেখানে নীতীশ সাফ জানিয়ে দিলেন যে, অধিনায়কত্ব নিয়ে তাঁর মিশ্র অনুভূতি চলছে মনের মধ্যে। তবে নির্ভিক ভাবেই নিজের মতো  করে দলকে নেতৃত্ব দেবেন তিনি। সাংবাদিক বৈঠকে নীতীশের বক্তব্যের বাছাই করা অংশ কেকেআর ফ্যানদের জন্য রইল এই প্রতিবেদনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনDebangshu Bhattacharya On Nitish Rana: 'আবার একটা ফাটকা খেলল KKR'! বিস্ফোরক দেবাংশু


ক্যাপ্টেনসি নিয়ে নীতীশ কী ভাবছেন


'দেখুন অধিনায়কত্ব নতুন কিছু নয়, বিগত ২-৩ বছর আমি একটা লিডারশিপ গ্রুপের সদস্য। এই বছর শুধু ক্যাপ্টেনসি ট্যাগ জুড়ল। আর এই ট্যাগের জন্য আমি বাড়তি কোনও চাপ নেব না। আমার মনে হয় কোনও কিছু নতুন। দায়িত্ব নিতে আমি ভালোবাসি। ১০ দিন পর চাপ হবে। যখনই কেউ কিছু জীবনে প্রথমবার করে, তাহলে কিছুটা চাপ থাকে। ব্যাটার হিসেবে একশর বেশি ম্যাচ খেলেছি। একজন ব্যাটারেরও প্রথম কয়েক'টি ডেলিভারিতে আউট হওয়ার ভয় থাকে।'


ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএল কঠিন


'দিনের শেষে ক্রিকেট জাস্ট আ গেম। পরিস্থিতি বদলে যেতে পারে। আবহাওয়া হয়তো খুব কঠিন হতে পারে। সে ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল। ম্যান ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় আইপিএলে। কারণ ভিন দেশের ক্রিকেটাররা এসে একটা ইউনিট তৈরি করে। আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলের পিচ একটু বেশি কঠিন। কারণ পরিবেশ ও অভিজ্ঞতাও আলাদা কথা বলে। ধরা যাক আন্দ্রে রাসেল ৪০০-র ওপর ম্যাচ খেলেছে। যখন কোনও শিবিরে এরকম অভিজ্ঞ ক্রিকেটার থাকে, তখন আমার ভয়ের কোনও কারণ নেই। সিনিয়র প্লেয়াররা তো রয়েছেই। চন্দু স্যার এবং সকল সাপোর্ট স্টাফ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সকলের সাহায্য নিয়ে আশা করি বড় কিছুই করব।'


শ্রেয়সকে ছাড়াই দল এগিয়ে যাবে


'শ্রেয়সের চোট দুর্ভাগ্যজনক। আমরা সবাই সেটা জানি। শেষ মুহূর্তে জানতে পারি যে, ওরকম সিনিয়র ও প্রধান প্লেয়ার খেলবে না। কিন্তু এই ব্যাপারটা সরিয়ে রাখলে, দল কিন্তু ভালো দেখাচ্ছে। এই দল যে পথে এগিয়ে যাবে, সেখান থেকে ভালো ফল পাব।'


কারোর মতো নয়, নীতীশ নিজের মতো


'আমার সেভাবে কোনও আইডল নেই। নিজের স্টাইলেই করতে চাই। কারণ অধিনায়কত্বের ক্ষেত্রে, আমি যদি কাউকে ফলো করার চেষ্টা করি, তাহলে আমি আমার স্বাতন্ত্র হারিয়ে ফেলব। আমি নিজের মতো করেই ক্যাপ্টেনসি করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।'গামী শনিবার ১ এপ্রিল কেকেআর মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে। এবার নীতীশ অ্যান্ড কোং।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)