জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০ ওভারে আড়াইশো পার! স্রেফ জয় নয়, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করল কিংস ইলেভেন পঞ্জাব। দুশোর টপকেও হার স্বীকার করতে হল  শিখর ধাওয়ানদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোহালিতে টস হেরে শুরুতে ব্য়াট করতে নামে লখনউ সুপার জায়ান্টস। প্রথম ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ১ রান। এরপর খেলা ঘোরে যায়! ঝড়ের গতিতে রান উঠতে থাকে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭৪ রান সংগ্রহ করে লখনউ। ৭.৪ ওভারে একশোর গণ্ডি পেরিয়ে যায় স্কোর! এরপর ১৫.৫ ওভারেই ২০০ রানের গণ্ডি পার করে লখনউ। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ওঠে ২৫৭। হাফ-সেঞ্চুরি করেন কাইল মায়ের্স ও মার্কাস স্টাইনিস।


 



 



 


জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার-প্লে-তেই বিপাকে পড়ে পঞ্জাব। ৫৫ রান তুললেও, প্য়াভিলিয়নে ফেরত যান দলের দুই ব্য়াটারও। রা শেষমেশ ১৯.৫ ওভারে ২০১ রানে অল-আউট হয়ে যায়। ৫৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে লখনউ সুপার জায়ান্টস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)