জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিনের (Indian Premier League, IPL 2023) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু ক্রোড়পতি লিগ। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দ্বৈরথেই পর্দা উঠছে এবারের আইপিএল সিক্সটিনের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সন্ধে সাড়ে সাতটায় শুরু ম্যাচ। চেন্নাই তাদের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) অনেক দিন আগে থেকেই শিবির শুরু করে দিয়েছে। ধোনিকে নেট সেশনে একেবারে চেনা মারমুখী মেজাজেই পাওয়া যাচ্ছে। তবে এবার কিংবদন্তি ধোনি খবরে এলেন সিএসকে-র জন্য একটি প্রমোশ্যুটের জন্য়। ভারতের বিশ্বকাপ জয়ী ব্যাটের বদলে হাতে তুলে নিয়েছেন ইলেকট্রিক গিটার। শিবম দুবে, (Shivam Dube), দীপক চাহার (Deepak Chahar) ও রুতুরাজ গায়কোয়াড়দের (Ruturaj Gaikwad) চুটিয়ে পা মেলাচ্ছেন তিনি। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:IND vs AUS: এবার শুরু ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ, এক ক্লিকে জানুন সবিস্তারে



গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই  আইপিএল থেকে ছিটকেই যায়। তবুও আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। মনে করা হচ্ছে ধোনির এটিই শেষ আইপিএল মরসুম হতে চলেছে। এরপর তাঁকে আর মাঠে দেখা যাবে না। 


এবার আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজি সাতটি হোম ও সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। লিগ পর্যায়ে ৭০টি ম্যাচ (এর মধ্যে রয়েছে ১৮টি ডাবল হেডার, অর্থাৎ একদিনে জোড়া ম্যাচ) হবে দেশের ১২টি শহরে। রয়েছে আহমেদাবাদ, মোহালি, লখনউ , হায়দরাবাদ , বেঙ্গালুরু, চেন্নাই , নয়াদিল্লি , কলকাতা , জয়পুর , মুম্বই, গুয়াহাটি ও ধরমশালায়। এবার গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI), রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপারজায়ান্টস। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স। ২৮ মে হবে আইপিএল ফাইনাল।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)