জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চলতি আইপিএলে আরও একটি রুদ্ধশ্বাস ম্য়াচ। ফয়সালা হল সেই শেষ ওভারেই! মুম্বইয়ের বিজয়রথ এবার থামিয়ে দিল পঞ্জাব, তাও আবার অ্যাওয়ে ম্যাচে! ১৩ রাতে জিতল প্রীতি জিন্টার দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন  মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কিন্ত সেই সিদ্ধান্ত কাজে এল না। নির্ধারিত ২০ ওভারে ২১৪ রানের পাহাড় গড়ল পঞ্জাব। দলের অধিনায়ক  কুরান নিজে করলেন ৫৫ রান।  হরপ্রীত সিংয়ের সংগ্রহ  ৪১ রান। এমনকী, শেষের দিকে ২৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন জিতেশ শর্মাও।


আইপিএলে এখন মুম্বই মাঠে নামলেই নজর থাকে অর্জুন তেণ্ডুলকরের দিকে। কিন্তু দিনটা বেশ খারাপই গেল শচিনপুত্রের।  ১৬ তম ওভারে ৩১ রান দিয়ে বসলেন তিনি। যা এখনও পর্যন্ত চলতি আইপিএলে সবচেয়ে বেশি রানের ওভার।


 



জবাব ব্যাটে করতে শুরুতে কিছুটা বিপাকে পড়ে মুম্বই। দলের যখন মাত্র ৮, তখনই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ঈশান কিষান। এরপর রানে গতি কিছুটা বাড়ান ক্যামেরুন গ্রিন এবং অধিনায়ক রোহিত। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৬ রান। কিন্তু মাত্র ২ রান দিয়েই ২ উইকেট তুলে নেন অর্শদীপ।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)