জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় আছে 'কপালের নাম গোপাল'! ক্রিকেটার কেদার যাদবের (Kedar Jadhav) ক্ষেত্রে কথাটি অত্যন্ত প্রযোজ্য। চলতি আইপিএলে (IPL 2023) নিলামে তালিকাভুক্ত ক্রিকেটারদের মধ্যে ছিলেন। তবে নিলামে ৩৮ বছরের ব্যাটিং অলরাউন্ডারকে নেওয়ার জন্য ১০ ফ্র্যাঞ্চাইজির, এক ফ্র্যাঞ্চাইজিও ইচ্ছাপ্রকাশ করেনি। কেদার বাধ্য হয়ে বেছে নিয়েছিলেন ধারাভাষ্যের কাজ। চলতি আইপিএলে (IPL 2023) জিও সিনেমায় কেদার কমেন্ট্রি দিচ্ছিলেন মারাঠিতে। আচমকাই তাঁর জন্য খুলে গেল আইপিএলের দরজা। মরসুমের বাকিটা তিনি খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) জার্সিতে! ব্রিটিশ অলরাউন্ডার ডেভিড উইলির (David Willey) পরিবর্ত হিসেবে বিরাট কোহলিদের (Virat Kohli) দলে এলেন কেদার। উইলি চার ম্যাচ খেলেছেন চলতি আইপিএলে। নিয়েছেন তিন উইকেট। পায়ের আঙুলে চির ধরার জন্য এবারের মতো উইলির আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH | IPL 2023's WAGS: স্বামীরা মাতিয়ে দেন মাঠ, স্ত্রীদের জন্য কাঁপে ইনস্টাগ্রাম, দেখুন কার কত ফলোয়ার্স


কেদারের আইপিএল অভিষেক হয়ে ২০১০ সালে। দিল্লি-বেঙ্গালুরু ও হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। ৯৩ ম্যাচে কেদার করেছেন ১১৯৬ রান। আরসিবি-র হয়ে অতীতে ১৭ ম্যাচ খেলেছেন। কেদারকে তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি এক কোটি টাকাতেই দলে নিয়েছে। এটাই ছিল কেদারের বেসপ্রাইজ। মহারাষ্ট্রের অলরাউন্ডার কেদার ভারতের হয়ে ৭৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। করেছেন ১৩৮৯ রান। নিয়েছেন ২৭ উইকেট। ভারতের হয়ে ন'টি টি-২০ ম্যাচেও তিনি নেমেছেন মাঠে। করেছেন ৫৮ রান। কেদার কিন্তু রঞ্জি ট্রফিতে ছিলেন দুর্দান্ত ফর্মে। মহারাষ্ট্রের হয়ে দু'টি ফিফটি প্লাস ইনিংসের সঙ্গেই রয়েছে সেঞ্চুরি। এমনকী অসমের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরিও (২৩৮) করেছেন তিনি। এখন দেখার কেদার কী করতে পারেন আইপিএলে! আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে আরসিবি এখন লিগ তালিকায় ছয় নম্বরে। চারটি ম্যাচ বিরাটরা জিতেছেন। হেরেছেন চারটিতে। নেটরানরেট মাইনাসেই। দেখা যাক আরসিবি প্লে-অফে যেতে পারে কিনা! কেদার যাদব একসময় ভারতীয় দলে নিয়মিত সুযোগ পেতেন। ২০১৭ সালে তিনি শেষবার দেশের হয়ে টি-২০ খেলেছেন। ২০২০ সালে শেষবার খেলেন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)