জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৪ থেকে ২০১৯। কলকাতা নাইট রাইডার্সই (Kolkata Knight Riders) হয়ে গিয়েছিল তাঁর সংসার। পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া (বর্তমানে অবলুপ্ত) (Pune Warriors India) ছেড়ে নাইট শিবিরে যোগ দেওয়া রবিন উথাপ্পার (Robin Uthappa) কলকাতাই হয়ে গিয়েছিল ঘর। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার বিগত কয়েক ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে পড়েছেন চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings, CSK) সমর্থন করার জন্য। গত মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) মুখোমুখি হয়েছিল চেন্নাই-গুজরাত (CSK vs GT, Highlights, IPL 2023 Qualifier 1)। উথাপ্পা তাঁর ছেলেকে নিয়ে চিপকের গ্যালারিতে ছিলেন কোয়ালিফায়ারের ম্যাচ দেখতে। উথাপ্পা ও তাঁর পুত্রের পরনে ছিল সিএসকে-রই জার্সি। উথাপ্পা ছ'বছর খেলেছেন কেকেআরে। আর দুই মরসুম খেলেছেন সিএসকে-র হয়ে। ফ্যানরা এই মর্মেই ক্ষোভ উগরে দেন যে, কী করে তাহলে উথাপ্পা সিএসকে-কে সমর্থন করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের প্রতিক্রিয়া দেখে উথাপ্পা বাধ্য হন বিবৃতি দিতে। পরিস্থিতি এমন দিকেই যাচ্ছিল যে, উথাপ্পার পক্ষে আর কিছু না বলে থাকা সম্ভব ছিল না। কারণ ঘূণা ছড়াচ্ছিল আগুনের মতো।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shubman Gill: মরসুমি রানের ফুলঝুরি! বিরাটের পর এবার শুভমন, পঞ্জাবপুত্তরের বিরল রেকর্ড


উথাপ্পা ট্যুইটারে লেখেন, 'গতরাত থেকে অনেক কিছু বলা হচ্ছে। আপানাদের প্রতিক্রিয়ার জন্য় ধন্য়বাদ। আমি সবসময় বলেছি যে, কেকেআরে প্রথম চার বছর গৌতির নেতৃত্বে খেলা ছিল একেবারে অন্যরকম। কিন্তু শেষ দুই বছর আমার পারফরম্যান্সে বিরাট প্রভাব পড়েছিল। আমি এটা নিশ্চিত ভাবে বলতে পারি যে, এর সঙ্গে অধিনায়কত্বের কোনও সম্পর্ক নেই। তবে গৌতি চলে যাওয়ার পর সবকিছু বদলে গিয়েছিল। দলে থেকেও নিজেকে বিচ্ছিন্ন মনে হত! কিন্তু কেকেআর সমর্থকদের প্রতি ভালোবাসা একই থাকবে। তাঁদের সমর্থনের জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। এটাই পরিষ্কার করে বলতে চাই। ফ্যানদের জন্য আজীবন ভালোবাসা ও সম্মান থাকবে।' উথাপ্পা সিএসকে-র হয়ে ২০২১ সালে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু দলকে খেতাব জেতাতে তাঁর বিরাট ভূমিকা ছিল। ২০২২ সালে উথাপ্পা ইয়েলো আর্মির হয়ে খেলেছিলেন ১২ ম্য়াচ। করেছিলেন ২৩০ রান। উথাপ্পা তাঁর আইপিএল কেরিয়ার শেষ করেছিলেন ২০৫ ম্যাচে ৪৯৫২ রানে। উথাপ্পা কেকেআরের হয়ে ২০১৪ সালে শুধু আইপিএল খেতাবই জেতেননি, পেয়েছিলেন অরেঞ্জ ক্যাপও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)