জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্সকে (CSK vs GT, Highlights, IPL 2023 Qualifier 1) ১৫ রানে হারিয়ে দশবারের জন্য আইপিএল ফাইনালে (IPL Final 2023) গিয়েছে। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী আবারও বুঝিয়ে দিয়েছেন যে, অধিনায়কত্ব যদি ব্র্যান্ড হয়। তাহলে তিনিই তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি দেখিয়ে দিলেন যে, কেন তিনি বাকিদের থেকে আলাদা। কেন ধোনি নিজেই একটা প্রতিষ্ঠান! ধোনির অধিনায়কত্বের প্রশংসা করেছেন বীরেন্দ্র শেহওয়াগ ও হরভজন সিংয়ের মতো প্রাক্তনরা। এবার সেই তালিকায় দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ধোনির ভূয়সী প্রশংসা করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌরভ বলেন, 'চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি বরাবরাই অসাধারণ। ওরা দেখিয়েছে কী করে বড় ম্য়াচ জিততে হয়। ধোনির অধিনায়কত্ব অসাধারণ। ও দেখিয়েছে বড় ম্যাচ কীভাবে জেতা যায়।' সৌরভ আইপিএলের তিন তরুণ প্রতিভাকে বেছে নিয়েছেন, যাঁরা সৌরভকে মুগ্ধ করেছেন। সৌরভ বলেন, 'রিঙ্কু সিং অসাধারণ খেলেছে। ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালও দারুণ খেলেছে। ওদিকে জীতেশ শর্মা, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাও দুর্দান্ত। আইপিএল বিরাট টুর্নামেন্ট। ওরা ব্যতিক্রমী ভালো খেলেছে।' আইপিএল শেষ হলেই রোহিত শর্মা অ্যান্ড কোং উড়ে যাবে লন্ডন।  আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু 'আল্টিমেট টেস্ট' ওরফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া। সৌরভ তাঁর 'সেকেন্ড হোম' লন্ডনে থাকবেন ওই সময়ে। জানিয়ে দিলেন আগেই। সৌরভ বলেন, 'আশা করি ম্য়াচ অসাধারণ হবে। আমি জানি না কে জিতবে। তবে আমি থাকব ওখানে। অবশ্যই চাইব ভারত জিতুক। তবে এখন সম্ভাবনা ফিফটি-ফিফটি।'


আরও পড়ুন: MS Dhoni Retirement: '১০০ শতাংশ'! এটাই কি ধোনির শেষ আইপিএল? জানিয়ে দিলেন খোদ ব্র্যাভোই


চলতি মরসুম শুরুর আগেই জানা গিয়েছিল যে, ৪১ বছরের ধোনির সম্ভবত এটিই শেষ আইপিএল। গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই  আইপিএল থেকে ছিটকেই যায়। তবুও আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। দেখা যাক ধোনি এবার পঞ্চম খেতাব জেতেন কিনা! 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)