Yashasvi Jaiswal | Virat Kohli: যশস্বীকে বিরাট সার্টিফিকেট কোহলির, `জলদি পাবে নতুন ক্যাপ`! ভাইরাল ভিডিয়ো
Virat Kohli On Yashasvi Jaiswal: যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে বুঁদ হয়ে গিয়েছেন বিরাট কোহলি। ব্যাটিং মায়েস্ত্রো সাফ বলছেন, এরকম প্রতিভা তিনি বহুদিন দেখেননি। অন্যদিকে যুজবেন্দ্র চাহাল বলছেন যে, যশস্বীকে দ্রুত দেখা যাবে সিনিয়র টিমে খেলতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলোচনায় এখন একটাই নাম-যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ওপেনার একের পর এক চোখ ধাঁধানো ইনিংস খেলেই চলেছেন আইপিএলে (IPL 2023)। রয়েছেন অসাধারণ ফর্মে। ১২ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৭৫ রান। চলতি আইপিএলে সর্বাধিক রানশিকারিদের তালিকায় এখন তিনি দুয়ে। ৬০০ স্পর্শ করা শুধু সময়ের অপেক্ষা। ধারাবাহিক ভাবে ভালো খেলে চলেছেন ২১ বছরের উত্তরপ্রদেশের ব্যাটার। বিরাট কোহলির মতো (Virat Kohli) ব্যাটিং মায়েস্ত্রো থ হয়েছেন যশস্বীর প্রতিভায়।
গত বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) রাজস্থান রয়্যালস ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে কেকেআরকে (KKR)। যশস্বী তাণ্ডব করলেন ইডেনে। ৪৭ বলে অপরাজিত থাকলেন ৯৮ রানে। অল্পের জন্য় পেলেন না সেঞ্চুরি। ৬২ মিনিটের প্রলয়তে তিনি ১২টি চার ও পাঁচটি ছয় মারলেন। ব্যাট করলেন ২০৮.৫১-এর স্ট্রাইক রেটে। যশস্বীর ব্যাটিং দেখে, বিরাট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যশস্বীর ছবি পোস্ট করে লেখেন, 'অনেকদিন এরকম ব্যাটিং দেখিনি। কী অসাধারণ প্রতিভা।' ম্যাচের পর যশস্বীর সঙ্গে কথা বলেন, তাঁর টিমের সতীর্থ যুজবেন্দ্র চাহাল। ১২ ম্যাচে ২১ উইকেট নিয়ে যাঁর মাথায় এখন পার্পল ক্যাপ।
আরও পড়ুন: Yashasvi Jaiswal: 'ভারতীয় দল বাছা হলে সবার আগে নেওয়া হবে যশস্বীকে'! চলে এল বিরাট আপডেট
কেকেআরের বিরুদ্ধে চাহাল লিখেছেন আইপিএল ইতিহাস। ১৫ পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছে আইপিএল। ক্রোড়পতি লিগের এখন সর্বাধিক উইকেটশিকারিও চাহাল। ১৪৩ ম্যাচে চাহালের ঝুলিতে চলে এল ১৮৪টি উইকেট। চাহাল টপকে গিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে (১৮৩ উইকেট ১৬১ ম্য়াচে)। যদিও চাহালের এই রেকর্ড করা ছিল শুধু সময়ের অপেক্ষা। যশস্বীর সঙ্গে কথোপকথনের সময়ে চাহাল তাঁকে বলেন, 'জলদি পাবে নতুন ক্যাপ'! অবশ্যই চাহাল বুঝিয়ে দেন যে, যশস্বীর সিনিয়র দলের হয়ে খেলার সময় এসে গিয়েছে। চাহালের মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। ইডেনে যশস্বী ১৩ বলে ৫০ করেছিলেন। আইপিএলের দ্রুততম অর্ধ-শতরানকারী হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললেন ইতিহাসে। এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল কেএল রাহুলের। তিনি ১৪ বলে করেছিলেন ৫০।