নিজস্ব প্রতিবেদন: প্রতীক্ষার অবসান। অবশেষে দেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক করলেন উমরান মালিক (Umran Malik)। রবিরার অর্থাৎ আজ ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব ওরফে দ্য ভিলেজে ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার আগেই বিসিসিআই জানিয়ে দেয় যে, উমরানকে নিয়েই প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে। এদিন ভারতের সিনিয়র পেসার ভুবনেশ্বর কুমার ডেবিউ ক্যাপ তুলে দেন উমরানের হাতে।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্যসমাপ্ত আইপিএলে একেবারেই মেলে ধরতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। তবে বল হাতে বাইশ গজে বিপক্ষের ব্যাটারদের বুঝে নিয়েছিলেন উমরান তাঁর আগুনে বোলিংয়ের মোকাবিলা করতে সমস্যায় পড়েছেন অনেকেই। ১৪ম্যাচ থেকে ২২টি উইকেট নেন ‘শ্রীনগর এক্সপ্রেস’। সেই সুবাদে জাতীয় দলের দরজাও খুলে গিয়েছিল জম্মু-কাশ্মীরে  বোলারের। নিজেদের ঘরের মাঠে ভারত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই সিরিজে উমারন ছিলেন রিজার্ভ বেঞ্চেই। কিন্তু বিদেশের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হল তাঁর। সানরাইজার্সের জার্সিতে আইপিএলের প্রতি ম্য়াচেই চমকে দিয়েছিলেন তরুণ পেসার উমরান। তাঁর আগুনে পেস (ঘণ্টায় ১৫০ কিমি) ও লাইন লেন্থে মোহিত হয়েছিল বাইশ গজ। সুনীল গাভাসকরের মতো মহারথীরা বলেছিলেন যে, উমরানকে দ্রুতই দেখা যাবে ভারতীয় দলের জার্সিতে। ফলে উমরানের ডাক পাওয়া ছিল কার্যত সময়ের অপেক্ষা। 


আরও পড়ুন: Ravindra Jadeja: টি-২০ বিশ্বকাপের দলে কি জাদেজা থাকবেন? বড় কথা বলে দিলেন মঞ্জরেকর


আরও পড়ুনKL Rahul-Athiya Shetty: আথিয়াকে নিয়েই রাহুল উড়ে গেলেন জার্মানি, বিমানবন্দরে দেখা গেল 'লাভ-বার্ড'কে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)