জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আয়ারল্যান্ড তিন ফরম্যাটের ক্রিকেট খেলার জন্য় এই মুহূর্তে বাংলাদেশে সফররত (Ireland tour of Bangladesh, 2023)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজক দেশ ২-০ জিতেছে। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) ছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড (Bangladesh vs Ireland 3RD T20I) তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। প্রথম টি-২০ ম্যাচ বাংলাদেশ ২২ রানে জিতেছিল। দ্বিতীয় টি-২০ ম্যাচেও সাকিব আল হাসান (Shakib Al Hasan) অ্যান্ড কোং বাংলাদেশ ৭৭ রানে জিতে সিরিজ পকেটে পুরে ফেলে। আয়ারল্যান্ড ভেবেছিল তারা বাংলাদেশকে চুনকাম করবে। তবে সেই আশা আশাই রয়ে গেল। শেষ ম্যাচ জ্বলে উঠলেন পল স্টারলিংরা (Paul Stirling)। ছয় ওভার হাতে রেখে আইরিশরা ৭ উইকেটে দাপুটে জয় ছিনিয়ে আনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের দুরন্ত বোলিংয়ের সামনে বাংলাদেশ শেষ হয়ে যায় মাত্র ১২৪ রানে। দলের সর্বোচ্চ স্কোরার শামিম হোসেন (৪২ বলে ৫১)। তিনি দাঁড়াতে না পারলে, বাংলাদেশের অবস্থা যে কী হত, তা স্কোরবোর্ড দেখেই বোঝা যাচ্ছে। বাংলাদেশের রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের ক্যাপ্টেন স্টারলিং একাই হিসেব বুঝে নেন। ৪১ বলে ঝোড়ো ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বাকি ব্যাটাররা মিলে শুধু ফাইনাল ল্যাপ পার করান। সাকিবরা চেয়েছিলেন এদিন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে। উল্টে সাকিবরা নিজেরাই ধুয়ে গেলেন। 



দু'বারের আইপিএল চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স যদিও বাড়তি অক্সিজেন পেয়ে গেল মাঠে নামার আগে। কেকেআর আগামী ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালিতে আইপিএল সিক্সটিনের অভিযান শুরু করছে। আর তার আগেই দলের ১.৫ কোটির অলরাউন্ডার সাকিব বিশ্বরেকর্ড করে ফেললেন। গত বুধবার বাংলাদেশ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলেছে। সাকিবরা বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৭৭ রানে জেতে। আর এই ম্যাচে সাকিব একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শাকিবই হয়ে গেলেন সর্বোচ্চ উইকেটশিকারি। শাকিবের ঝুলিতে এখন ১৩৬টি টি২০আই উইকেট। তিনি টপকে গেলেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে। ঘটনাচক্রে শাকিব তাঁর কেকেআরের সতীর্থকেই টপকালেন। সাউদির ঝুলিতে আছে ১৩৪ টি টি২০আই উইকেট।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)