ওয়েব ডেস্ক: মা মারা গেলেন পাকিস্তানের বোলার মহম্মদ ইরফানের। ৩৪ বছর বয়সী এই পাক ক্রিকেটার গত বছর সেপ্টেম্বরে শেষবার পাকিস্তানের জার্সিতে খেলেছেন। চোটও ছিল তাঁর। নিজেকে চোটমুক্ত করছিলেন শুশ্রুষা করে। চোট সেরে যাওয়ার পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো পারফরম্যান্সও করেন। সেই সুবাদেই ফের ডাক পান পাকিস্তান দলে। এবং গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। কিন্তু একদিনের ম্যাচের সিরিজ শুরুর আগেই প্রয়াত হলেন তাঁর মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এবার বাবা হলেন হয়তো আপনার প্রিয় ক্রিকেটার


তাই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসছেন ইরফান। তাঁর পরিবর্তে পাকিস্তান দলে সূযোগ পেলেন জুনেইদ খান। পাকিস্তানের জার্সি গায়ে ৫২টি একদিনের ম্যাচ খেলে মোট ৭৮টি উইকেট পেয়েছেন জুনেইদ।


আরও পড়ুন  ২০১৬ সালে বিরাট এবং ধোনি কত টাকা রোজগার করেছেন জানেন?