জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাইয়ে আইপিএল মিনি নিলামে (IPL Auction 2024), প্রথমে দর্শকের আসনেই বসেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগুনে নিলামযুদ্ধে ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোংয়ের নিস্ক্রিয়তা দেখে, সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটাগরিকরা প্রশ্ন তুলেছিলেন যে, কেকেআর কী করতে গিয়েছে! তবে সময় গড়ানোর সঙ্গেই কেকেআর আড়মোড়া ভেঙে ওঠে। ধীরে ধীরে দল গোছায়। শুধু দল গোছানোই নয়, একেবারে ইতিহাস লিখে ফেলে কলকাতা। মিচেল স্টার্ককে (Mitchell Starc) ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নেয় শাহরুখ খানের (Sharukh Khan)। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা পেসার হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামা দল, একজনের জন্য়ই খরচ করে ফেলেছে ২৪ কোটি টাকার উপর! তবে স্টার্কই যে আইপিএলের সবচেয়ে মহার্ঘ ক্রিকেটার হবেন, তাঁর ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন ভারতের প্রাক্তন পেসার ইরফান পাঠান (Irfan Pathan)। তাঁর সমাজমাধ্য়মের পোস্ট এখন ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2024 Kolkata Knight Riders Players List: কেমন হল শাহরুখের আর্মি? দেখে নিন চব্বিশের নাইটদের




ইরফান তাঁর এক্স অ্য়াকাউন্টে (সাবেক ট্যুইটার) সুরেশ রায়না, রবিন উথাপ্পা, উমরান মালিক ও কয়েকজন বন্ধুদের নিয়ে ছবি শেয়ার করেছিলেন। সেই পোস্টে তিনি ক্য়াপশন দিয়েছিলেন, 'নিলামের এক রাত আগেই আমরা ধনী হয়েছি আরও বেশি হাসি এবং অসাধারণ স্মৃতিতে ভর করে। আজ আইপিএলে সবচেয়ে মহার্ঘ ক্রিকেটার কে হবে? আমি বেছে নেব মিচেল স্টার্ককে।' এর সঙ্গেই ইরফান জুড়ে দেন #friends। কেকেআর নিলামে নিয়েছে মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লক্ষ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ), অঙ্গকৃষ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), শেরফানে রাদারফোর্ড (১.৫ কোটি), মণীশ পাণ্ডে (৫০ লক্ষ), মুজিব উর রহমান (২ কোটি), গাস অ্য়াটকিনসন (১ কোটি) ও সাকিব হুসেইনকে (২০ লক্ষ)


 


স্টার্ক ২০১৪ ও ২০১৫ মরসুমের পর আর কখনও আইপিএলে নাম লেখাননি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতেই খেলেছেন শেষবার। ২০১৮ সালে স্টার্ক আইপিএল নিলামে নিজেকে রেখেছিলেন। কেকেআর ৯.৪০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল। কিন্তু পিঠের চোটের জন্য় স্টার্ক নিজেকে সরিয়ে নেন। এবার কেকেআরের হয়ে অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। অস্ট্রেলিয়া থেকে কেকেআরকে ভিডিয়ো বার্তা দিয়েছেন স্টার্ক। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি স্টার্কের বক্তব্য় তাদের সমাজমাধ্য়মের পাতায় তুলে ধরেছে। স্টার্ক বলেন, 'কেকেআর ফ্য়ানদের বলতে চাই, এই বছর আইপিএলে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। ইডেন গার্ডেন্সে নামার জন্য় মুখিয়ে রয়েছি। ঘরের মাঠের ফ্য়ান আর সেখানকার আবহাওয়ার অভিজ্ঞতা নিতে চাই। সকলকে দেখার জন্য় তর সইছে না। আমি কেকেআর।' দেখা যাক এবার স্টার্ক কী করেন!


আরও পড়ুন: Mitchell Starc | IPL Auction 2024: 'ইডেনে নামতে মুখিয়ে রয়েছি'... ২৪.৭৫ কোটির ইতিহাস লিখে ফুটছেন অজি 'আগ্নেয়াস্ত্র'!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)