নিজস্ব প্রতিবেদন: মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে এক মাসের উপরে লকডাউন চলছে। করোনা ভাইরাসে ত্রস্ত ক্রীড়াজগত। বন্ধ রয়েছে সমস্ত খেলাধুলা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কারোর জানা নেই। ঘরবন্দি জীবন কাটছে সেলেবদেরও। প্রত্যেকেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। এবার হেয়ারকাটিংয়ে মেতে উঠলেন পাঠান ভাইরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শুরুটা করেছিলেন অনুষ্কা শর্মা। ভারত অধিনায়ক বিরাট কোহলির হেয়ার স্টাইলিস্ট হয়েছিলেন বলিউড তারকা। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।  বীরুষ্কার দেখানো পথেই হাঁটেন সুরেশ রায়নাও। এবার সেই পথে ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান।


 



ব্যাট-বল ছেড়ে এবার হেয়ারকাটিং ট্রিমার হাতে তুলে নিলেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। এমনকী রীতিমতো বিশেষজ্ঞের মতো করে দাদা ইউসুফ পাঠনের চুল কেটে দিলেন তিনি। আর ঝড়ের বেগে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।


 


আরও পড়়ুন- লকডাউনে বদলে গেছে ডেলি রুটিন, কোয়ারান্টাইনে ওজন ঝরিয়ে চনমনে সানি