নিজস্ব প্রতিবেদন: আইপিএলে ফের চেন্নাই সুপার কিংসে খেলার পথ পরিষ্কার হল মহেন্দ্র সিং ধোনির। বুধবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে পাঁচ পুরনো ক্রিকেটারকে রেখে দিতে পারবে প্রতিটা দল। এবছর চেন্নাই দল নির্বাসন কাটিয়ে ফের খেলতে নামবে আইপিএলে। গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তে  ধোনিরও তার পুরনো দল চেন্নাইয়ে খেলতে আর কোনও অসুবিধা থাকছে না। ঠিক সেরকম অজিঙ্কা রাহানেরও নির্বাসন কাটিয়ে রাজস্থান রয়্যালসে খেলার অসুবিধা থাকছে না। পাশাপাশি এবছর দলগুলির স্যালারি ক্যাপও বেড়ে হল ৮০ কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হেরে দূষণকে দুষল লঙ্কাবাহিনী, সিরিজ পকেটে পুরল কোহলিরা


আইপিএলে চেন্নাই সুপার কিংস ফিরলে মহেন্দ্র সিংহ ধোনিও যে ঘরে ফিরবে তা একেবারে নিশ্চিত ছিল। ২০১৫-তে চেন্নাই এবং রাজস্থান দুই দলই ডোপিং কাণ্ডে নির্বাসিত হয়। এই দুই দলের ক্রিকেটারদের অধিকাংশই পুনে ওয়ারিয়র্স এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন।


আরও পড়ুন- পাশ করেও 'ফেল' যুবরাজ! শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নতুনদের সুযোগ