নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট থেকে আপাতত ছুটি নিলেও  এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। সেনাজওয়ানদের অজানা কাহিনি নিয়ে এবার আসতে চলেছে একটি টিভি অনুষ্ঠান। এক সূত্র মারফত্ জানা যাচ্ছে, ওই অনুষ্ঠানের প্রযোজকের ভূমিকায় দেখা যেতে পারে স্বয়ং ধোনিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমনিতেই ধোনি ভারতীয় সেনাবাহিনীর লেফটন্যান্ট কর্নেল।  ইংল্যান্ডে বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেট থেকে লম্বা ছুটি নিয়ে আর্মির ডিউটিতে ছিলেন। সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ করেন। সেই ধোনিই এবার সেনা অফিসারদের জীবনের নানান অজানা গল্প নিয়ে তৈরি হবে যে টিভি অনুষ্ঠান তারই নাকি প্রযোজনা করবেন ধোনি এমনটাই শোনা যাচ্ছে। আরও একটি সূত্র বলছে, এই টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকাতেও নাকি দেখা যেতে পারে ধোনিকে।  


আরও পড়ুন- বয়স ভাঁড়িয়ে বিপাকে ইস্টবেঙ্গল! অনূর্ধ্ব-১৫ আই লিগ থেকে ছাঁটাই লাল-হলুদ


"অশোক চক্র, পরম বীর চক্রের মতো বিরাট সম্মানে ভূষিত ভারতীয় সেনা অফিসারদের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হবে ধারাবাহিক। যাঁরা নিঃস্বার্থভাবে দেশের জন্য কঠোর পরিশ্রম করছেন, তাঁদের জীবন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে ধোনির। তিনি তাঁর শোয়ের মাধ্যমে সেই মানুষদের লাইমলাইটে এই শোতে আনতে চান।"