নিজস্ব প্রতিবেদন : সুপার সানডেতে কলকাতার দুই দলই জয় পেল আইএসএলে। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) পর জিতল এটিকে মোহনবাগানও (ATK Mohun Bagan)।  নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-কে (NorthEast United FC) ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের মগডালে হাবাসের দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে প্রথমার্ধে লড়াই হলেও গোলের দেখা মেলেনি। দুই দলই গোল পায়নি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে রয় কৃষ্ণার (Roy Krishna) গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মিনিট পাঁচেক যেতে না যেতেই ফের গোল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। এবার বেঞ্জামিন ল্যাম্বটের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এদিনের ম্যাচে একাধিক হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। প্রবীর দাস, ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাক হিউজ, শুভাশিস বোসরা হলুদ কার্ড দেখেন। তবে শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে নেয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।  


নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে আবার লিগ টেবিলে এক নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ৯ ম্যাচ শেষে হাবাসের দলের পয়েন্ট ২০। ৯ ম্যাচ শেষে নর্থ ইস্টের (NorthEast United FC) পয়েন্ট ১১।


আরও পড়ুন- ISL 2020-21: জয় দিয়েই নতুন বছর শুরু  SC East Bengal-এর