ISL 2020-21: আজ শুরু সুপার লিগ, মুখোমুখি কেরালা ব্লাস্টার্স-এটিকে মোহনবাগান; কখন, কোথায় দেখবেন Live; জেনে নিন
কোয়ারেন্টিন-কোভিড টেস্ট-সোশ্যাল ডিসট্যান্স পেরিয়ে জৈব সুরক্ষা বলয়ে আজ থেকে গোয়ায় শুরু Let`s Football...শুরু ইন্ডিয়ান সুপার লিগ সিজন সেভেন।
নিজস্ব প্রতিবেদন: কোয়ারেন্টিন-কোভিড টেস্ট-সোশ্যাল ডিসট্যান্স পেরিয়ে জৈব সুরক্ষা বলয়ে আজ থেকে গোয়ায় শুরু Let's Football...শুরু ইন্ডিয়ান সুপার লিগ সিজন সেভেন। গত মরসুমের মতো এবারও আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি এটিকে মোহনবাগান। করোনা উদ্বেগের মাঝেই দর্শকশূন্য স্টেডিয়ামে গোয়ার মাটিতে ফিরছে দেশের সেরা ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ।
দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী ক্লাব গতবারের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে এবার গাঁটছড়া বেঁধেছে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। তাই এটিকে মোহনবাগান নামে এবার নতুন মোড়কে সুপার লিগে আত্মপ্রকাশ করতে চলেছে।
অন্যদিকে গত বার মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা স্প্যানিশ কোচ কিবু ভিকুনা এবার কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে। ২০১৪ সাল থেকে আইএসএলে এই দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। পাঁচবার জিতেছে এটিকে। চারটি ম্যাচ জিতেছে কেরালা। পাঁচ ম্যাচ ড্র হয়েছে। তবে গত মরসুমে কেরালা ব্লাস্টার্সকে হারাতে পারেনি হাবাসের দল। এবার তাই প্রথম ম্যাচেই জয়ের খোঁজে রয় কৃষ্ণা, এডু গার্সিয়ারা।
শুক্রবার গোয়ার মাটিতে দুই চ্যাম্পিয়ন কোচের লড়াই। একদিকে অ্যান্তোনিও লোপেজ হাবাস, অন্যদিকে কিবু ভিকুনা দুজনেই স্প্যানিশ। তাই স্প্যানিশ ফুটবল ঘরানার লড়াই দেখা যেতে পারে শুক্রবার কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ম্যাচে।
#আজ কোথায় হবে কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ম্যাচটি?
কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ম্যাচটি হবে গোয়ার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে।
#কখন শুরু কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ম্যাচ?
ভারতীয় সময় সন্ধে ৭:৩০-এ শুরু হবে কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ম্যাচ।
#কোথায় দেখবেন কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ম্যাচটি?
কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
#কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+Hotstarএবং JioTV-তে।
আরও পড়ুন - কোভিড আবহে দেশে আইএসএল সফল হলে অন্য খেলাও উৎসাহ পাবে: সৌরভ গাঙ্গুলি