জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে গেলে চলতি আইএসএলে (ISL 2022-23) ইস্টবেঙ্গলের (East Bengal FC) পাওয়ার আর কিছুই নেই। প্রথম ছয়ে জায়গা করে নেওয়াটাই হতে পারে বিরাট মিরাকল! তবে সমর্থকরা মাঠ ভরাচ্ছেন প্রিয় দলের জয় দেখতেই। বুধবার ইস্টবেঙ্গল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) খেলতে নেমেছিল লিগের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে (East Bengal FC vs NorthEast United FC)। কিন্তু এগিয়ে থেকেও তিন পয়েন্ট হাতছাড়া করলেন স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) শিষ্যরা। যুবভারতী এদিন দুই অর্ধ মিলিয়ে দেখল হাফ ডজন গোল। তবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল-নর্থইস্টের (EBFC vs NEUFC) ম্যাচ ৩-৩ ড্র হয়ে গেল। ভাগভাগি হয়ে গেল পয়েন্ট। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন পাঁচেক আগে ক্যাপ্টেন ক্লেটন সিলভার গোলে ইস্টবেঙ্গল জিতেছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ক্লেটন রয়েছেন দুরন্ত ফর্মে। সমর্থকরা আশা করেছিলেন যে, গত ম্যাচের মতোই ক্লেটনের গোলে ইস্টবেঙ্গল থাকবে জয়ের সরণিতে। ক্লেটন জোড়া গোল করলেন ঠিকই। কিন্তু দলের জয় এল না। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ইস্টবেঙ্গল। সেই ক্লেটনই ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে ২০ মিনিটে গোল শোধ করে দেয় পূর্ব ভারতের দলটি। ৩০ মিনিটে গোল করেন সমতা ফেরান পার্থিব সুন্দর গোগোই। এই গোলের মিনিট দুয়েকের মধ্যে নর্থ ইস্টের হয়ে স্কোরলাইন ২-১ করেন জিতিন। বিরতির সংযোজিত সময়ে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান জ্যাক জার্ভিস। যাঁর সার্ভিস আজ মনে জিতে নিয়েছে লাল-হলুদ সমর্থকদের। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ক্লেটন পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন। লাল-হলুদ দীর্ঘক্ষণ অগ্রগমন ধরে রেখেছিল। তবে ৮৫ মিনিটে ইমরান খালের গোল ইস্টবেঙ্গলের জয়ের স্বপ্ন ভেঙে যায়। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)