ওয়েব ডেস্ক: ধোনি বনাম কোহলি। জিকো বনাম মাতেরাজ্জি। এলানো বনাম লুসিও। রবিবার রাতেই ঠিক হয়ে যেতে চলেছে এবারের আইএসএলে শেষ হাসি হাসতে চলেছেন কে ? আরব সাগরের তীরে সুপার সানডেতে আইএসএলের মেগা ফাইনালে লড়াই গোয়া আর চেন্নাইয়ের মধ্যে। প্রথমবার আইএসএলের ফাইনাল খেলবে এই দুই দল। ঘরের মাঠে ফাইনাল খেলার সুবিধা নিতে মরিয়া জিকোর দল। চোটের কারণে মেগা ফাইনালে খেলতে পারবেন না রাজু গায়কোয়াড়। তবে খেলার সম্ভাবনা রয়েছে সাত গোল করা রেনাল্ডোর।


এলানোদের বিরুদ্ধে জিকোর সবচেয়ে বড় ভরসা মাঝমাঠে লিও মউরা আর আক্রমনভাগে ডুডুর উপস্থিতি। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ফাইনাল খেলতে নামছে চেন্নাই। আইএসএলে সবচেয়ে বেশি গোল করা মেন্ডোজাকে আটকানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে গোয়া ডিফেন্সের কাছে। অন্যদিকে, দুরন্ত ফর্মে রয়েছেন চেন্নাই গোলকিপার এডেল বেটেও। দুবারের আইএসএল মিলিয়ে চারবার মিলিত হয়েছে চেন্নাই আর গোয়া। দুবার করে জিতেছে দুটো দলই। অতীত পরিসংখ্যান মাথায় না রেখে প্রথমবারের জন্য আইএসএল জয়ের স্বাদ পেতে মরিয়া জিকো আর মাতেরাজ্জি।