ওয়েব ডেস্ক: আইএসএলে কঠোর শাস্তির পাওয়ার পর এবার কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করল গোয়ার ফ্রাঞ্চাইজি। গতবারের আইএসএল ফাইনালে বিতর্কে জড়ানোর জন্য নজিরবিহীন শাস্তির মুখে পড়তে হয়েছে এফসি গোয়াকে। আইএসএলের রেগুলেটারি কমিটির সিদ্ধান্ত একটু বেশি কঠোর বলে মনে করছে গোয়া কতৃপক্ষ। একই সঙ্গে বেশ কিছুটা ক্ষুদ্ধ তারা। তবে প্রকাশ্যে এখনই কিছু মন্তব্য করার আগে সাবধানী ফ্রাঞ্চাইজি। গোয়া থেকে দলের অন্যতম কর্ণধার শ্রীনিবাস ডেম্পো জানিয়েছেন সবে মাত্র শাস্তির কাগজপত্র তারা হাতে পেয়েছেন। সবদিক দেখে ও আইনজীবীদের সঙ্গে কথা বলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।  তবে কোর্টে যাওয়ার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন গোয়া ফ্রাঞ্চাইজির দুই কর্তা। শাস্তির বিরুদ্ধে আবেদন করার সুযোগ থাকছে গোয়ার সামনে। ঘনিষ্ঠ মহলে গোয়া কর্ণধাররা জানিয়েছেন এই শাস্তি বহাল থাকলে দল তুলে দেওয়ার কথা ভাববেন তাঁরা।


অন্যদিকে আইএসএল দল এফসি গোয়ার বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ তুললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো। গোয়া ফ্রাঞ্চাইজিকে এগারো কোটি টাকা জরিমানা করেছে আইএসএলের  রেগুলেটারি কমিটি। একই সঙ্গে আসন্ন আইএসএল থেকে অগ্রীম পনেরো পয়েন্ট কেটে নেওয়া হয়েছে গোয়া দলের। আইএসএলের এই সিদ্ধান্তকে একহাত নিয়েছেন কোলাসো। তাঁর দাবি চক্রান্ত করে গোয়ার ফুটবলকে মেরে ফেলা হচ্ছে। গোয়া ফ্রাঞ্চাইজির শীর্ষ কর্তা দত্তারাজ সালগাঁওকরের নির্বাসনের বিরুদ্ধেও সরব আর্মান্দো।