জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: না এটা কোনও পাড়ার ক্রিকেটের (Cricket) ঘটনা নয়। একেবারে আন্তর্জাতিক ক্রিকেটে এমন অবাক কাণ্ড সবার সামনে এল। বিপক্ষকে মাত্র ১০ রানে অল আউট করে, মাত্র দুই বলে জয় ছিনিয়ে নিল একটি দল। কপালে চোখ তুলে দেওয়া এমন ঘটনা, স্পেন (Spain) ও আইল অফ ম্যানের (Isle of Man) মধ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে (T 20 International Match) ঘটেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্পেন সফরে এসেছে আইল অফ ম্যান নামক ইংল্যান্ডের অধীনে থাকা দ্বীপপুঞ্জ। ষষ্ঠ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় স্পেন। তিন বোলারের দাপটে ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অল আউট হয়ে যায় আইল অফ ম্যান। মহম্মদ কামরান (Mohammad Kamran) ৪ রানে ৪, আতিফ মেহমুদ (Atif Mehmood) ৬ রানে ৪ ও লর্ন বার্নস (Lorne Burns) কোনও রান না দিয়ে ২ উইকেট নিয়েছেন।  


আরও পড়ুন: Virat Kohli and KL Rahul: 'বিরাট' রানের খোঁজে নেটে ব্যস্ত কোহলির সঙ্গে কেএল রাহুল


আরও পড়ুন: IPL 2023: দেশ ও চোটের জন্য ক্রোড়পতি লিগে নেই ছয় তারকা, ছবিতে দেখুন


একটা গোটা দল অলআউট হয়ে গেল মাত্র ১০ রানে!টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন রেকর্ড আর নেই। স্পেনের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছে আইল অফ ম্যান। 


টি-টোয়েন্টির ইতিহাসে এতদিন পর্যন্ত সব থেকে কম রানের রেকর্ড ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা মাত্র ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে। এবার সেই রেকর্ড ভেঙে দিল আইল অফ ম্যান। 


জবাবে মাত্র ১১ রান চেজ করতে নেমে স্পেন মাত্র দুটি বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝি জায়গায় অবস্থিত আইল অফ ম্যান। তারা আইসিসি-র মান্যতা পায় ২০০৪ সালে। এরপর ২০১৭ সালে এই ছোট্ট দেশটি আইসিসি-র সদস্যপদ পায়। এরইমধ্যে লজ্জার রেকর্ড গড়ল এই দেশটি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)