নিজস্ব প্রতিবেদন: নিজের ২০০ তম একদিনের ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরি করেই থামলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি! মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেঞ্চুরির হিসেব পন্টিংয়কেও টপকে গেলেন তিনি। পন্টিংয়ের সেঞ্চুরি ৩০টি। বিরাটের এদিন একদিনের ক্রিকেটে ৩১ নম্বর সেঞ্চুরিও হয়ে গেল। ১১১ বল খেলেই সেঞ্চুরি করে ফেলেন বিরাট।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিগ ব্যাশের ইতিহাসে সবথেকে বড় অঙ্কের চুক্তি করলেন ক্রিস লিন


এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা, কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। কারণ, ওই সময় ওয়াংখেড়েতে যেন গোলাগুলি ছুঁড়ছেন নিউ জিল্যান্ডের বাঁ হাতি বোলার ট্রেন্ট বোল্ট। শিখর ধাওয়ান আউট হয়ে যান মাত্র ৯ রান করেই। সাউদিকে পরপর দুটো ছক্কা হাঁকিয়েই ২০ রান করে আউট হয়ে যান রোহিত। মিডল অর্ডারে কেদার যাদবও টেকেননি এদিন। মাত্র ১২ রানেই আউট হয়ে যান। দীর্ঘদিন পরে দলে ফিরে ৪৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক। মহেন্দ্র সিং ধোনিও বিশেষ রান পাননি। ৪২ বলে ২৫ রান করে বোল্টের বলেই আউট হন তিনি। আপাতত, ৪৫ ওভারে ভারতের রান ৬ উইকেটে ২৩৮।


আরও পড়ুন  মৃত্যুর হুমকি পেয়ে থানায় অভিযোগ দায়ের করলেন সরফরাজ নওয়াজ