এখনো একটাও গোল হজম করেনি, তবুও ইতালিকে ভয় জার্মানির
ব্যুরো: শনিবার রাতে ইউরোর কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ ম্যাচ। শেষ আটের লড়াইয়ে মুখোমুখি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ইতালি। অতীতের রেকর্ড ভুলে ভাগ্যের চাকা এবার ঘোরাতে চায় জার্মানি।
ইতালির বিরুদ্ধে দুঃস্বপ্নের পরিসংখ্যান এবার বদলাতে মরিয়া বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। শনিবার রাতে স্টাড দ্য ফ্রান্সে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ইতালি। সাম্প্রতিক অতীতের ফর্মের বিচারে এবারের ইউরো জেতার বড় দাবিদার জোয়াকিম লোয়ের দল। স্লোভাকিয়াকে শেষ ম্যাচে ৩ গোলে হারানোর পাশাপাশি চলতি ইউরোয় একটাও গোল খায়নি জার্মান রক্ষণ। তবে এবার সামনে ইতালি আসতেই অতীতের স্মৃতি চিন্তায় ফেলে দিয়েছে জার্মান ফুটবলারদের। ১৯৭০ সালের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে কোনও টুর্নামেন্টের নক আউট ম্যাচে আজুরিদের হারাতে পারেনি জার্মানি। শেষ ইউরোয় সেমিফাইনালে এই ইতালির কাছে হারতে হয়েছিল ক্রুস, ওজিলদের। পরিসংখ্যানই বলে দিচ্ছে জার্মানির পথের বড় কাঁটা টিম ইতালি। অতীতের রেকর্ড ভুলে ভাগ্যের চাকা এবার ঘোরাতে চায় জার্মানি।