ওয়েব ডেস্ক: বিশ্বফুটবলের বড় মঞ্চে সবসময়ই তারা ফেভারিট। সেই ফেভারিট তকমা ঠিক প্রমাণ করেই জয় দিয়ে এবারের ইউরো অভিযান শুরু করল গতবারের ফাইনালিস্ট ইতালি। ফিফা র‍্যাঙ্কিংয়ে দু নম্বরে থাকা বেলজিয়ামকে ২-০ গোলে হারাল আজুরিরা। গ্রুপ অব ডেথের এই ম্যাচটায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। তবে ম্যাচে আগাগোড়া দাপট দেখায় ইতালি।


প্রথমার্ধে জাকারিনির গোলে এগিয়ে যায় ইতালি। বানুচ্চি স্বপ্নের পাস থেকে গোল করে যান তিনি। খেলার ইনজুরি টাইমে পেল্লের গোলে জয় নিশ্চিত করে আজুরিরা। প্রথম ম্যাচে হারলেও এখনই হতাশ হতে রাজি নয় বেলজিয়ামও।