নিজস্ব প্রতিবেদন :  ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। এবার রাশিয়ায় 'ইটস কামিং হোম' কোরাসে মাতিয়ে তুলেছিলেন ব্রিটিশ সমর্থকরা। সেমিফাইনালে হেরে যায় ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপ জিতে ব্রিটিশ গণমাধ্যমকে খোঁচা দিতে ছাড়লেন না ফ্রান্সের বিশ্বজয়ী তারকা পল পোগবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিশ্বজয় করে দেশে ফিরলেন এমবাপেরা, লিজিয়ঁ দ্য'নর পাচ্ছে দেশঁর দল


জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, পর্তুগালের মতো হেভিওয়েট দলগুলো শেষ চারের আগেই রাশিয়া থেকে বিদায় নেয়। আর উল্টো দিকে শেষ চারে ওঠে ইংল্যান্ড। ব্যস, তখনই ব্রিটিশ গণমাধ্যম গুলি প্রচার শুরু করে তবে বিশ্বকাপটা ঘরেই (ইংল্যান্ডে)ফিরছে। আর তাই ইংল্যান্ডের গণমাধ্যমগুলি ১৯৯৬ সালে ইউরো কাপের সময় ইংল্যান্ড সমর্থকদের তৈরি গানের একটি লাইন 'ইটস কামিং হোম' নিয়ে কোরাসে শোরগোল ফেলে দেয় রাশিয়ায়। এরপর বিশ্বকাপ হাতে নিয়ে রসিকতার ছলে ব্রিটিশদের খোঁচা দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা পল পোগবা।


আরও পড়ুন - বিশ্বকাপ জিতে উরুগুয়ের পতাকা নিয়ে সাংবাদিক বৈঠকে গ্রিজম্যান!


রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর ম্যাচে দুরন্ত একটি গোল করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা পল পোগবা। আর তারপর সেই আনন্দেই কিনা বিশ্বকাপ ট্রফি নিয়ে উত্সবের সময় ইংল্যান্ডকে খোঁচা দেন পোগবা। পোগবার অফিশিয়াল ইনস্টাগ্রাম লাইভে দেখা যায়, ড্রেসিংরুমে বিশ্বকাপ ট্রফি কোলে নিয়ে পগবা হাসতে হাসতে গাইছেন, 'ইটস কামিং হোম, ইটস কামিং হোম।' তাঁর এই কাণ্ড দেখে ফ্রান্স সতীর্থদের কয়েকজন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলেন। যদিও ভিডিওর শেষ দিকে পগবা ক্ষমা চেয়ে নিয়ে বলেন, 'এর পুরোটাই নিছক মজার ছলে ছিল।' তবে ব্রিটিশ গণমাধ্যম ব্যাপারটিকে এত সহজভাবে নেবে কি না, সে ব্যাপারে সন্দেহ রয়েছে।



নতুন মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকবেন কি না, সেটি এখনও নিশ্চিত করে বলতে পারছেন না পোগবা। তার ওপর আবার এই কাণ্ড। তবে ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে নামলে ইংল্যান্ডের দর্শকেরা যে তাঁকে ভালো ভাবে মেনে নেবেন না সেটা বুঝতেই পারছেন পোগবা।