COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: নিজের প্রিয় গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে গেলেন সানিয়া মির্জা। সানিয়া মির্জার স্বপ্নের দৌড় চলছেই। ডবলসে সেমিফাইনালে উঠেছেন। এবার মিক্সড ডবলসের ফাইনালে পৌছলেন সানিয়া। ব্রাজিলের ব্রুনো সোরেসকে সঙ্গী করে তাইওয়ান-ব্রিটিশ জুটিকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেন সানিয়া। প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে বেগ পেতে হয় সানিয়াদের।


তবে ম্যারাথন নির্ণায়ক সেট জিতে মরসুমের শেষ গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পৌছল সানিয়া-ব্রুনো জুটি। মিক্সড ডবলসে বিভাগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সানিয়া। ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন তিনি। ২০০৫ সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই ইউএস ওপেনের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন সানিয়া।


এদিকে, মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে ওঠার ম্যাচে সেরেনার মুখোমুখি অঘটন ঘটিয়ে সেমিতে ওঠা মাকারোভা। কোয়ার্টার ফাইনালে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-৪,৬-২ হারানা রাশিয়ার মাকারোভা। সেরেনা ৬-৩,৬-২ উড়িয়ে দেন ফ্লাভিয়া পানেত্তাকে।


অন্যদিকে, ৯৬ বছর পর প্রথম জাপানি পুরষ হিসাবে ইউএস ওপেন সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন জাপানের কেই নিশিকোরি। চার ঘণ্টা ১৫ মিনিটের ম্যারাথন ম্যাচে নিশিকোরি ৩-৬,৭-৫,৭-৬,৬-৭ হারালেন মিলোস রানিচকে।  ১৯১৮ সালে ইউএস ওপেন ইচিকা কুমাগের পর এই প্রথমবার কোনও জাপানি পুরুষদের সেমিফাইনালে খেলবেন। সেমিফাইনালে নিশিকোরি খেলবেন নোভাক জকোভিচের সঙ্গে। কোয়ার্টার ফাইনালে মারেকে হারিয়ে দেন জকোভিচ।


আজ রাতে কোয়ার্টার ফাইনালে নামছেন রজার ফেডেরার।



মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনাল লাইনআপ-
ক্যারোলিনা ওয়াজনিয়াকি বনাম সুয়াই পেং
সেরেনা উইলিয়ামস বনাম মাকারোভা


পুরুষদের সিঙ্গলস সেমিফাইনাল লাইনআপ-
নোভাক জকোভিচ বনাম কেই নিশিকোরি
রজার ফেডেরার/মনফিঁশ বনাম টমাস বার্ডিচ/মার্লিন চিলিচ