ওয়েব ডেস্ক: কলম্বো টেস্টে অখেলোয়াড়োচিত আচরণের কারণে রবীন্দ্র জাদেজাকে সাসপেন্ড করল আইসিসি। ফলে পালেকেল্লেতে টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না জাদেজা। কলম্বোতে ম্যাচের সেরা হওয়ার আনন্দ বেশীক্ষণ উপভোগ করতে পারলেন না রবীন্দ্র জাদেজা। মাঠে অখেলোয়াড়োচিত আচরণের কারণে জাদেজাকে সাসপেন্ড করল আইসিসি। আচরণবিধি ভঙ্গের জন্য তাকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। ফলে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না ভারতের এই বাঁহাতি স্পিনার।  রবিবার কলম্বো টেস্টের চতুর্থ দিনে আটান্ন ওভারের শেষ বলে বিতর্কের সূত্রপাত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কলম্বোতে নয়া নজির গড়লেন বিরাট কোহলি


ফলো থ্রুতে বল ধরেই জাদেজা বলটি ছুঁড়ে মারেন ব্যাটসম্যানের দিকে। কিন্তু আম্পায়াররা দেখতে পান ব্যাটসম্যান একচুলও ক্রিজ ছাড়েননি। তাহলে কেন বলটি ছুঁড়লেন জাদেজা? মাঠের আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে জাদেজাকে ডেকে পাঠান ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। সেখানেই দোষ স্বীকার করেন জাদেজা। তারপরই তাকে  এক ম্যাচ সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পাল্লেকেলে টেস্টে জাদেজাকে পাবে না ভারতীয় দল।


আরও পড়ুন  কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত