ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল মার্কিন মুলুক, ন্যায় বিচারের দাবি উঠল বুন্দেশলিগায়
গোলের পর `জাস্টিস ফর জর্জ ফ্লয়েড` এই দাবিতে সোচ্চার হলেন ব্রিটিশ স্ট্রাইকার।
নিজস্ব প্রতিবেদন: পুলিশে নির্মমতার শিকার হয়ে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল মার্কিন মুলুক। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে চল্লিশটি শহরে। সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল ফুটবল মাঠেও। ন্যায় বিচারের দাবি উঠল বুন্দেশলিগা থেকে।
রবিবার বুন্দেশলিয়া পাডেরবর্নের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বরুশিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সী ব্রিটিশ স্ট্রাইকার জডন স্যাঞ্চো। গোলের পর 'জাস্টিস ফর জর্জ ফ্লয়েড' এই দাবিতে সোচ্চার হলেন ব্রিটিশ স্ট্রাইকার। প্রথম গোলের পর জার্সি খুলে দেখান, ভেতরে টি-শার্টে লেখা 'জাস্টিস পর জর্জ ফ্লয়েড' দর্শকদের সামনে তুলে ধরেন তিনি।
তার জন্য হলুদ কার্ডও দেখতে হয় তাঁকে. ব্রিটিশ স্ট্রাইকারের পথে হাঁটেন মরোক্কান ফুটবলার আশরাফ হাকিমিও।
আরও পড়ুন - এমন হেয়ারস্টাইল হলে, ধোনিকে নাকি পছন্দ করতেন না সাক্ষী!