নিজস্ব প্রতিবেদন : ক্রিকেটের মক্কায় 'সেঞ্চুরি' করলেন ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন। লর্ডসের ঐতিহ্যশালী অনার্স বোর্ডে একঝাঁক শতরানকারীন নাম শোভা পেলেও এবার থেকে আলাদা করে নজর কাড়তে বাধ্য হবেন জিমি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ব্রড-অ্যান্ডারসনদের দাপটে লর্ডসে লজ্জার হার ভারতের


ক্রিস ওকসের শতরান মিলিয়ে লর্ডসে ব্যাট হাতে টেস্ট সেঞ্চুরি রয়েছে মোট ২৩৭টি৷ তবে ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন যে নজির গড়লেন, তা বিরল তো বটেই, শ্রীলঙ্কার বাইরে ক্রিকেটবিশ্বের আর কোথাও এমন রেকর্ড নেই কারও৷ লর্ডসে একশো টেস্ট উইকেট নেওয়ার অনন্য নজির গড়লেন জিমি৷ রবিবার ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেনার মুরলী বিজয়কে ফিরিয়ে দিতেই এই কীর্তি স্থাপন করলেন জেমস অ্যান্ডারসন৷



কোনও একটি টেস্ট ভেনুতে একশো উইকেট নেওয়ার নিরিখে অ্যান্ডারসন ছুঁয়ে ফেললেন কিংবদন্তি মুথাইয়া মুরলিধরণকে৷



অ্যান্ডারসনের আগে একমাত্র মুরলিধরণই এমন কৃতিত্ব দেখিয়েছেন৷ তাও আবার একটি মাঠে নয়, তিন-তিনটি টেস্ট কেন্দ্রে একশোর বেশি উইকেট রয়েছে লঙ্কান স্পিনারের৷ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ১৬৬টি, ক্যান্ডিতে ১১৭টি এবং গলে ১১১টি উইকেট নিয়েছেন মুরলিধরণ৷



লর্ডসে বিজয়ের উইকেটটি একাধিক দিক দিয়ে অ্যান্ডারসনের কাছে মাইলস্টোন হয়ে গেল। টেস্ট ক্যারিয়ারে এটি অ্যান্ডারসনের ৫৫০তম উইকেট৷ এছাড়া বিজয় ১৫০ তম ওপেনার হিসাবে জিমির শিকার হলেন৷ লর্ডস টেস্টে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন।