ওয়েব ডেস্ক: লর্ডস টেস্টে দুর্দান্ত বোলিং করার পুরস্কার পেলেন ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসন । টেস্টে আইসিসি-র সেরা বোলারদের তালিকায় রবীন্দ্র জাদেজাকে টপকে গেলেন তিনি। ৩৫ বছর বয়সী জেমস অ্যান্ডারসন লর্ডস টেস্টের এক ইনিংসেই করলেন তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। মাত্র ৪২ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন, সাত-সাতজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের উইকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সচিন তেন্ডুলকরের সবথেকে বড় ভক্তকে খুঁজে পেলেন ব্রেট লি!


২০১৬ সালের অগাস্ট মাসে টেস্টে আইসিসি-র সেরা বোলারদের তালিকায় এক নম্বরে ছিলেন জেমস অ্যান্ডারসন । তারপরে ফের আরও একবার, তিনি ফিরে পেলেন নিজের পুরনো জায়গা। টেস্টের সেরা বোলারদের তালিকায় শীর্ষস্থানে থাকা অ্যান্ডারসনের পয়েন্ট এখন ৮৯৬। আর দ্বিতীয়স্থানে থাকা জাদেজার পয়েন্ট ৮৮৪। তিন নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পয়েন্ট ৮৫২। 


আরও পড়ুন  অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের ফুটবলারদের মোটিভেট করলেন সুনীল ছেত্রী