নিজস্ব প্রতিনিধি : জেমস বন্ড সিরিজের চারটে ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। সেই সিরিজের পঞ্চম ছবিতেও তিনিই জেমস বন্ড। অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। তিনি আবার লিভারপুলের অন্ধ ভক্ত। তাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে লিভারপুল ২-১ এ ম্যান সিটিকে হারানোর পর তিনি আর থাকতে পারেননি। সোজা চলে যান মহম্মদ সালাহদের ড্রেসিংরুমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  আইএসএলের সেরা কোচ গ্রেগরি, বর্ষসেরা গোলকিপার কোচ মোহনবাগানের অর্পণ দে


নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সালাহদের সঙ্গে দেখা করলনে, সময় কাটালেন পর্দায় জেমস বন্ড। জেমস মিলনার, আলবার্তো মোরেনো, সাদিও মানে ও মহম্মদ সালাহ দলের সবার থেকে বেশি বন্ড-ফ্যান। তাই ক্রেগের আসার খবরটা শোনার পর থেকে তাঁরা বন্ডের সঙ্গে দেখার করার জন্য মরিয়া হয়ে ছিলেন। 


 



মাঠে বসেই প্রিয় ক্লাবের খেলা দেখলেন জেমস বন্ড। প্রথমার্ধে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন লেরয় সেন। লিভারপুল পিছিয়ে পড়ায় লিভারপুল জনতার সঙ্গে হতাশ হয়ে পড়েছিলেন ক্রেগও। কিন্তু লিভারপুলকে লড়াইয়ে ফেরালেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের পর প্রথমবার লিভারপুলের হয়ে নেমেই গোল করলেন তিনি। জয়সূচক গোলটা অবশ্য করলেন মানে।


আরও পড়ুন-  বিশ্বকাপের সেরা গোল পাভার্ডের