করোনা আক্রান্ত কিংবদন্তি ফুটবলার রোনালডিনহো
শনিবার বেলো হরিজন্তে সিটিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রোনালডিনহো। সেখানেই কোভিড পরীক্ষা করান তিনি। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত ব্রাজিলিয় কিংবদন্তি রোনালডিনহো। রবিবার আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা। পাশাপাশি এও জানিয়েছেন তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। আপাতত সেলফ আইসোলেশন রয়েছেন তিনি।
শনিবার বেলো হরিজন্তে সিটিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রোনালডিনহো। সেখানেই কোভিড পরীক্ষা করান তিনি। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। ইনস্টাগ্রাম পোস্টে নিজেই করোনা আক্রান্ত হাওয়ার খবর জানিয়ে তিনি লিখেছেন। "আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি, রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভাল আছি, শরীরে কোনও উপসর্গ নেই।"
তিনি আরও লিখেছেন, রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রোনালডিনহো জানিয়েছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজোন্তেতে আছি, এসেছি একটি অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠানটি পিছিয়ে গিয়েছে। তবে শীঘ্রই সেখানে সবার সঙ্গে আমার দেখা হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা!