নিজেস্ব প্রতিবেদন : অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জাপান। শনিবার যুবভারতী স্টেডিয়ামে নিউ ক্যালাডোনিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেও শেষ ১৬-য় জায়গা করে নেয় এশিয়া ফুটবলের অন্যতম পাওয়ার হাউস। ম্যাচের ৭ মিনিটে নাকামুরার গোলে এগিয়ে যায় জাপান। এই নিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নাকামুরা তিন ম্যাচে চারটি গোল করে ফেললেন। তবে ম্যাচের ৩০ মিনিটে জ্যাকব জেনোর গোলে সমতা ফেরায় নিউ ক্যালাডোনিয়া। খেলার শেষ পর্যন্ত দুই দলই কার্যত নিজেদের ডিফেন্সকে সামলাতেই ব্যস্ত ছিল। ফলে আর কোনও গোল হয়নি খেলায়। তবে, গোল পার্থক্য ও জয়ের সংখ্যা বেশি থাকায় সহজেই শেষ ১৬-য় পৌঁছে যায় জাপান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এক ঝলকে দেখে নিন আজ অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে কী কী ম্যাচ রয়েছে


অন্যদিকে, গুয়াহাটিতে মুখোমুখি হয় ফ্রাস ও হন্ডুরাস। প্রথমার্ধে দুই দলই ১-১ গোলে সমতা বজায় রাখলেও, দ্বিতীয়ার্ধে হন্ডুরাসকে কার্যত উড়িয়ে দেয় ফরাসিরা। ম্যাচ শেষ হয় ৫-১ ফলাফলে।