ওয়েব ডেস্ক: রবিবার তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া যেভাবে শুরু করেছিল, তাতে মনে হয়েছিল তারা সাড়ে তিনশো রান তুলে দেবে। কিন্তু ৩৮ ওভারের পর খেলার রাশ টেনে ধরেন ভারতীয় বোলাররা। যার জন্য অজিরা উইকেট হাতে থাকা সত্বেও ৩০০ রান টপকাতে পারেনি। শেষ ১২ ওভারে অজিরা তুলেছে মাত্র ৬৯ রান। আজকের দিনে যেটা বেশ কম রানই। বিশেষ করে দলটা যদি অস্ট্রেলিয়া হয় এবং তাদের হাতে উইকেটও থেকে থাকে। এটার জন্য অবশ্যই কৃতিত্ব পাবেন ভারতীয় দলের দুই বোলার ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরাহ। তাঁদের ডেথ ওভার বোলিং ভাল হওয়ার জন্যই বেশি রান স্কোরবোর্ডে তুলতে পারেনি অজিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ধোনিকে ছুঁয়ে ফেললেন কোহলি, পরের ম্যাচ জিতলেই টপকে যাবেন


দুই ভারতীয় বোলারকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথও। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, 'আমার তো মনে হয় বুমরাহ এবং ভুবিই এই মুহূর্তে বিশ্বের সবথেকে সেরা দুই ডেথ ওভার স্পেশ্যালিস্ট বোলার। আমাদের ইনিংসের প্রথম ৩৮ ওভার দারুণ ছিল। কিন্তু পরের ১২ ওভারে ওরা দু'জন যে বোলিংটা করল, তাতে বেশি রান তুলতে পারিনি আমরা। আমরা নিজেদের মধ্যে কথা বলছি, কীভাবে বুমরাহ এবং ভুবির বোলিংকে ভালভাবে সামলানো যায়।ওরা দু'জনই ইনিংসের শুরুতে যেমন ভাল বোলিং করে, শেষেও তেমন দারুণ বোলিং করে।'


আরও পড়ুন  দুই ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত