জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) রয়েছেন আগুনে ফর্মে। এজবাস্টন টেস্টে ফের রেকর্ডবুকে নিজের নাম লেখালেন 'বুম বুম বুমরা'! ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার হিসাবে নজির গড়লেন বুমরা। বুমরা পিছনে ফেলে দিলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও জাহির খানকে (Zaheer Khan)। ২০২১-২২ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার ঝুলিতে চলে এসেছে ২১টি উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি ৬৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে সব চেয়ে বেশি উইকেট সংগ্রাহক যাঁরা:


১) জসপ্রীত বুমরা, ২১ উইকেট (২০২১-২২ মরশুম)
২) ভুবনেশ্বর কুমার, ১৯ উইকেট (২০১৪)
৩) জাহির খান, ১৮ উইকেট (২০০৭)
৪) ইশান্ত শর্মা, ১৮ উইকেট (২০১৮)
৫) সুভাষ গুপ্তে, ১৭ উইকেট (১৯৫৯) 


এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস লিখেছিলেন বুমরা। ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ব্রিটিশ জোরে বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে বুমরা নিয়েছিলেন ৩৫ রান (৪, ৫ (ওয়াইড), ৬ (নো বল), ৪, ৪, ৪, ৬, ১ )। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে এটাই সর্বাধিক রানের রেকর্ড এখন। ব্রায়ান  লারার রেকর্ড ভেঙে ইতিহাস লিখেছেন বিশ্ববন্দিত জোরে বোলার। বুমরা ব্যাট থেকে এসেছে ২৯ রান। ৬ রান (৫ ওয়াইড, ১ নো বল) হয়েছে অতিরিক্ত।


আরও পড়ুন: Exclusive, Deep Dasgupta: 'এজবাস্টনে চতুর্থ দিনের প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে'


আরও পড়ুন: Bairstow-Kohli: বিরাটের সঙ্গে মাঠে তুমুল ঝামেলা বেয়ারস্টোর, তবুও ইংরেজের মুখে এক সঙ্গে ডিনারের কথা!


আরও পড়ুন:  রেকর্ড ভেঙে সোনা জিতলেন ১০৫-এর ঠাকুমা, কে এই রামবাঈ?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)