নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে একেবারে নিস্প্রভ ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিশ্ববন্দিত ভারতীয় জোরে বোলারকে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছিল না। চলতি মরশুমে ১১ ম্যাচে জসপ্রীত বুমরার ঝুলিতে এসেছে ১০ উইকেট। এরমধ্যে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে নিলেন ১০ রানে পাঁচ উইকেট। চার ওভারের মধ্যে একটি মেডেনও দেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেকেআর ব্যাটারদের গুঁড়িয়ে দিলেন ইয়র্কার আর বাউন্সার অস্ত্রে। ক্রোড়পতি লিগে এই প্রথম ফাইফার (পাঁচ উইকেট) পেলেন তিনি। নিঃসন্দেহে বুমরার কাছে এই ম্যাচ স্মরণীয়। তবে তাঁর দুরন্ত বোলিং পারফরম্যান্স দিনের শেষে কাজে আসেনি। তাঁর টিমকে হেরে যেতে হয়। বুমরা টুইটারে ম্যাচ বলের ছবি পোস্ট করে লিখলেন, "গতরাতের রেজাল্টে হতাশ হয়েছি। কিন্তু স্মরণীয় সন্ধ্যা কাটিয়েছি।"



নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) বুমরার সৌজন্যেই মুম্বই কেকেআরকে ২০ ওভারের মধ্যে ১৬৫/৯ রানে বেঁধে রাখতে পেরেছিল। কিন্তু কলকাতার রান তাড়া করতে নেমে মুম্বই ১১৩ রানে গুটিয়ে যায়।


আরও পড়ুন: Jasprit Bumrah, IPL 2022: পাঁচ উইকেট নিয়ে নিন্দুকদের উড়িয়ে দিলেন Mumbai Indians-এর তারকা পেসার


আরও পড়ুন: Ravi Shastri: 'ড্যাডি দেখিয়ে দিল কে বস'!, প্রাক্তন শিষ্যের ভূয়সী প্রশংসায় গুরু


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)