ISL 2020-21: জয়ের দোরগোড়া থেকে ড্র করল SC East Bengal
ছয় ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা পেল না রবি ফাউলারের (Robbie Fowler) দল। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।
নিজস্ব প্রতিবেদন : আইএসএলে প্রায় জয়ের দোড়গোড়া থেকে ড্র করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ৯৫ মিনিট এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করতে হল রবি ফাউলারের (Robbie Fowler) দলকে।
আইএসএলে প্রথম জয়ের খোঁজে এদিন কিবু ভিকুনার (Kibu Vicuna) কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করেন পিলকিংটনরা। ১৩ মিনিটেই প্রতিপক্ষের কোনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। এরপর গোটা ম্যাচ জুড়ে নিজেদের দুর্গ অক্ষত রাখে লাল-হলুদ ব্রিগেড। ৭১ মিনিটে দুরন্ত সেভ করেন দেবজিত। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জিকসনের (Jeakson Singh) গোলে সমতা ফেরায় কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।
আরও পড়ুন- ISL 2020-21: Bengaluru FC-র অপরাজিত দৌড় থামাতে মরিয়া ATK Mohun Bagan
আইএসএলে দুই দলই প্রথম জয়ের খোঁজে নেমে ড্র করল। ১-১ গোলে শেষ হল ম্যাচ। ছয় ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা পেল না রবি ফাউলারের (Robbie Fowler) দল। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।
আরও পড়ুন- Maradona’র শেষ ইচ্ছা : Lenin-এর মতো সংরক্ষিত হোক আমার দেহ- সামনে এল রাজপুত্রের চিঠি