নিজস্ব প্রতিনিধি: ইতিহাসে ঢুকে পড়লেন এক ভারতীয় রেসিং ড্রাইভার জেহান দারুভালা। প্রথম ভারতীয় রেসিং ড্রাইভার হিসাবে ফর্মুলা টু চ্যাম্পিয়ন হলেন তিনি। হারালেন সাতবারের ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মাইকেল শ্যুমাখারের ছেলে মিক শ্যুমাখারকে। হাড্ডাহাড্ডি কার রেসিংয়ে বাজিমাত মুম্বইয়ের ২২ বছরের রেসিং ড্রাইভারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন- বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর সভাপতি হলেন স্বপন বন্দোপাধ্যায়



বাহরিনে সাখির গ্রাঁ পিঁ-তে যাবতীয় নজর ছিল মাইকেল শ্যুমাখারের ছেলের দিকেই। সবাইকে অবাক করে দিয়েই চ্যাম্পিয়ন হয়ে যান ভারতীয় তরুণ। একটা সময় হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছায় ফর্মুলা টু-এর দ্বৈরথ। মিক শ্যুমাখার এবং ড্যানিয়েল টিকটামের সঙ্গেই মূলত লড়াই চলে দারুভালার। একটা সময় দুজনের থেকে পিছিয়েও পড়েছিলেন জেহান। তবে পিছিয়ে গেলেও হাল ছাড়েননি মুম্বইয়ের এই তরুণ রেসিং ড্রাইভার। একটা ল্যাপে দুজনকে টপকে প্রথমে চলে আসেন জেহান দারুভালা। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মুম্বইকরকে। দারুভালা চ্যাম্পিয়ন হলেও শ্যুমাখার-পুত্র অবশ্য প্রথম তিনেও ঠাঁই পেলেন না।


আরও পড়ুন- ক্রিকেট মাঠে চুম্বনের কথা জানিয়ে ভাইরাল তরুণী


 


বিশ্বের দরবারে রেসিং কার চ্যাম্পিয়নশিপে প্রথম কোনও ভারতীয় চ্যাম্পিয়ন হল। ছোটবেলা থেকেই মোটরস্পোর্টের উপর ভালোবাসা ছিল জেহান দারুভালার। ফর্মুলা টু চ্যাম্পিয়ন হয়ে ঐতিহাসিক নজির গড়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। থামতে চান না। সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য জেহান দারুভালার।