ব্যুরো: চুক্তিপত্রে জেজের সই করা কাগজপত্র চেন্নাইয়ান এফসি থেকে চলে এল মোহনবাগানে। আই লিগের অনুশীলন প্রথম যেদিন শুরু করল মোহনবাহগান ঠিক সেদিনই জেজে নিজেই ঘোষণা করলেন এবারও তিনি খেলবেন সবুজমেরুনের জার্সি গায়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ভারতীয় এই স্ট্রাইকার যে এবার আই লিগে মোহনবাগানের হয়েই খেলবেন সেটা আগেই দেখিয়েছিলাম। অপেক্ষা শুধুমাত্র ছিল চেন্নাইয়ানের থেকে ছাড়পত্র আসার। সেটাই চলে আসে সোমবার। আই লিগের আগে দলবদলের বাজারে জেজেকে নিয়ে কম নাটক হয়নি। দুরন্ত ফর্মে থাকা জেজেকে দলে পেতে এক কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দিয়ে বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই তুলনায় মোহনবাগানের প্রস্তাব ছিল বেশ কিছুটা কম। চিরপ্রতিদ্বন্দ্বিকে টেক্কা দিতে আর্থিক প্রস্তাব বাড়াতে হয় সবুজমেরুন কর্তাদের। তবে সেটা কখনোই কোটি টাকা ছিল না। লালহলুদের কোটি টাকার প্রলোভন ছেড়ে শেষ পর্যন্ত বাগানেই থাকলেন জেজে। জানুয়ারির শুরুতেই মোহনবাগান অনুশীলনে যোগ দেবেন এই তারকা স্ট্রাইকার।