জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতের ঘরে এল দ্বিতীয় সোনা! সৌজন্যে জেরেমি লালরিননুঙ্গা (Jeremy Lalrinnunga)। ১৯ বছরের আইজলের ভারোত্তোলক রবিবার বার্মিংহ্যামে পুরুষদের ৬৭ কেজি বিভাগে দেশকে সোনা এনে দিলেন গেমস রেকর্ড করে। গতকাল কমনওয়েলথের দ্বিতীয় দিনে পূর্ব ভারতেরই মীরাবাই চানু (Mirabai Chanu) দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন। এবার দ্বিতীয় সোনা এল জেরেমির হাত ধরে। চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জেতা জেরেমি এদিন মোট ৩০০ কেজি ওজন তুলে গেমস রেকর্ড করেছেন। তিনি স্ন্যাচে ১৪০ কেজি, ক্লিন ও জার্কে ১৬০ কেজি ওজন তুলে নেন। এদিন পায়ের চোটকে উপেক্ষা করেই পাহাড় প্রমাণ ওজন কাঁধে তুলে চমকে দিয়েছেন তরুণ প্রতিভা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




আরও পড়ুন: Virat Kohli: কবে কামব্যাক করবেন কোহলি? জানিয়েছেন নির্বাচকদের, চলে এল বড় খবর


দেখতে গেলে ভারোত্তোলনের হাত ধরেই ভারতের এল পাঁচটি পদক। বার্মিংহ্যামে ভারতের হয়ে পদকের খাতা খুলেছিলেন সঙ্কেত সরগর (Sanket Sargar)। ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন তিনি। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। এরপরই ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সের রূপো জয়ী মীরাবাই জেতেন সোনা। মধ্যরাতে ভারোত্তোলনেই দেশকে চতুর্থ পদক এনে দেন বিন্দিয়ারানী দেবী (Bindyarani Devi)। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। ভারতের ভারোত্তোলক কোচ বিজয় শর্মা আগেই বলেছিলেন যে, এবার ভারোত্তোলনে ভারত চমকে দেবে। তাঁর কথাই মিলছে অক্ষরে অক্ষরে।


আরও পড়ুনWATCH | Murali Vijay | Dinesh Karthik: স্ত্রীর প্রথম স্বামীর নামে গ্যালারিতে জয়ধ্বনি, মাঠে দর্শকদের সঙ্গে হাতাহাতি বিজয়ের!


আরও পড়ুনCWG 2022 | Mirabai Chanu: কমনওয়েলথে দেশকে সোনা এনে দিলেন মীরাবাই চানু


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)