জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অনেক ঘাত-প্রতিঘাত, অনেক রাত জেগে থাকা, অনেক লড়াইয়ের পর তিনি থামলেন। দীর্ঘ ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর পর থামলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। নদিয়ার চাকদহ থেকে 'ক্রিকেটের মক্কা' লর্ডসে (Lords) এই যাত্রায় তিনি গড়লেন অনেক মাইলস্টোন। তাই তো ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরেই এই বঙ্গতনয়াকে শুভেচ্ছা জানালেন আরও দুই বঙ্গ সন্তান। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। আর এক জন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই তালিকায় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মাও (Anushka Sharma) রয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ঝুলন গোস্বামী, মহিলাদের ক্রিকেটে জোরে বোলিংয়ের সমার্থক নাম। একটি বর্ণাঢ্য ক্রিকেট-জীবনের পর আজ অবসর নিলেন। বাংলার সকলের পক্ষ থেকে আমি আমাদের বাংলার মেয়ে ঝুলনকে তাঁর সংগ্রাম এবং বিশাল অবদানের জন্য ধন্যবাদ জানাই। ছোট ছোট মেয়েরা ওর দিকে তাকিয়ে থাকবে।'



অভিনন্দন জানিয়ে সৌরভ লিখেছেন, 'একটা দুর্দান্ত কেরিয়ার। যেটা জয়ের মধ্যে শেষ হল। ব্যক্তিগত ভাবেও ওর জন্য শেষ সিরিজটা ভাল কাটল। আগামী কয়েক দশক মহিলা খেলোয়াড়দের কাছে আদর্শ হয়ে থাকবে ঝুলন।' 


আরও পড়ুন: Deepti Sharma : রান আউট ইস্যুতে দীপ্তির পাশে দাঁড়িয়ে সাহেবকে সাপটে ওড়ালেন হরমন, মজা করলেন অশ্বিন


আরও পড়ুন: Jhulan Goswami : বিদায়ের ম্যাচে ভারতের কোন তারকা পেসারের রেকর্ড ভাঙলেন 'চাকদহ এক্সপ্রেস'?



ঝুলনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন সচিনও। মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। দুর্দান্ত কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন।' 



                   Thank you for everything you’ve done for Indian cricket.



এই মুহূর্তে লন্ডনে চলছে ঝুলনের বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং। ঝুলনকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা শর্মাও। ইনস্টাগ্রামে অনুষ্কা লিখেছেন, 'একটা অনুপ্রেরণা। এক জন আদর্শ। এক জন কিংবদন্তি। ইতিহাসে আপনার নাম চির দিন লেখা থাকবে। ধন্যবাদ ঝুলন গোস্বামী। আপনি ভারতের মহিলা ক্রিকেটের রং বদলে দিয়েছেন।' 


 





তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাটও। এমনকি আইসিসি ও বিসিসিআই থেকেও এসেছে শুভেচ্ছাবার্তা। 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)