জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এ ভাবেও কামব্যাক করা যায়। সেটা দেখিয়ে দিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের (England Womens) বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও সম সংখ্যক একদিনের ম্যাচ খেলবে ভারতের প্রমীলাবাহিনী (Indian Womens Cricket Team)। টি-টোয়েন্টি ফরম্যাটে জায়গা না পেলেও, একদিনের দলে জায়গা করে নিলেন ৩৯ বছরের 'চাকদহ এক্সপ্রেস'। বুঝিয়ে দিলেন তাঁর ট্রেন এখনই থামছে না। চলতি বছরের ২২ মার্চ মহিলা বিশ্বকাপের আসরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন বঙ্গ তনয়া। গত বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছিলেন এই কিংবদন্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের বাইরে ছিলেন বাংলার আর এক ক্রিকেটার রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছিল। তবে ইংল্যান্ড সফরে মূল দলে ফিরলেন রিচা। যদিও শুধু টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে শিলিগুড়ির ক্রিকেটারকে। 


২০১টি একদিনের ম্যাচ খেলে সর্বাধিক ২৫২টি উইকেট নিয়েছেন ঝুলন। শীর্ষে থাকলেও গত কয়েক বছর চোট-আঘাত তাঁকে ভুগিয়েছে। তবুও পঞ্চাশ ওভারের ক্রিকেটে তাঁর এখনও কোনও বিকল্প নেই। সেটা দলে ফিরে বুঝিয়ে দিলেন তিনি। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২৪ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।



আরও পড়ুন: Manisha Kalyan : প্রথম ভারতীয় মহিলা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলে ইতিহাস গড়লেন মণীশা


আরও পড়ুন: Bhaichung Bhutia, FIFA ban AIFF : সভাপতি পদে মনোনয়ন জমা দিয়ে কী বললেন 'পাহাড়ি বিছে'?



একনজরে ভারতের মহিলা দল : 


ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমিমা রড্রিগেজ, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘনা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ডি হেমলতা, সিমরান দিল বাহদুর, রিচা ঘোষ (উইকেটকিপার) এবং কে পি নভগিরে।


ভারতের একদিনের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), সাব্বিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, হারলিন দেওল, ডি হেমলতা, সিমরান দিল বাহাদুর, ঝুলন গোস্বামী এবং জেমিমা রড্রিগেজ। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)