ওয়েব ডেস্ক: ঝুলন গোস্বামীকে এবার ক্রিকেটীয় কাজে ব্যবহার করতে চসেছে সিএবি। বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চেই ঝুলনকে ভিসন টোয়েন্টি-টোয়েন্টি প্রোজেক্টে কাজে লাগানোর কথা ঘোষণা করেন সিএবির যুগ্মসচিব অভিষেক ডালমিয়া। ঝুলনও এই দায়িত্ব নিতে রাজি। মঙ্গলবার সিএবির এবছরের জীবন-কৃতী  সম্মান তুলে দেওয়া হয় প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দীর হাতে। মুখ্যমন্ত্রীর হাত থেকে পাওয়া এই পুরস্কারকে জীবনের সেরা পুরস্কার বলছেন পলাশ নন্দী। কয়েকদিনের মধ্যেই ঝুলনকে সিএবির সাম্মানিক সদস্যপদ দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সৌরভ। আরও পড়ুন- বিরাটের পর এবার সৌরভের সার্টিফিকেট, 'ঋদ্ধিই এখন ভারতের সেরা উইকেটরক্ষক'