বিশ্বকাপ ফাইনালের সুপার ওভার দেখতে গিয়ে মারা যান নিশামের কোচ!
ছোট বেলার কোচের মৃত্যুর খবর পেয়ে টুইটে তাঁকে শ্রদ্ধা জানান কিউই অলরাউন্ডার জিমি নিশাম।
নিজস্ব প্রতিবেদন : ১৪ জুলাই লর্ডসে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের সুপার ওভার চলাকালীন মারা যান জিমি নিশামের ছোটবেলার কোচ। সুপার ওভারে ইংল্যান্ডের রান তাড়া করার সময় জিমি নিশাম ছয় মারার পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর ছোটবেলার কোচ ডেভিড জেমস জর্ডন।
কোচিং করানোর পাশাপাশি ২৫ বছর ধরে অকল্যান্ডের একটি স্কুলে শিক্ষকতা করতেন জর্ডন। ছোট বেলার কোচের মৃত্যুর খবর পেয়ে টুইটে তাঁকে শ্রদ্ধা জানান কিউই অলরাউন্ডার জিমি নিশাম। ডেভিড জর্ডনের সঙ্গে নিশামের সম্পর্ক একরকম বন্ধুর মতোই ছিল।
জিমি নিশামের পাশাপাশি লকি ফার্গুসনেরও ছোটবেলার কোচ ছিলেন ডেভিড জর্ডন। ক্রিকেটের পাশাপাশি হকিরও কোচিং করাতেন নিশামের ছোটবেলার কোচ।
আরও পড়ুন - বিশ্বকাপের পর একবছরে ঠাসা সূচি টিম ইন্ডিয়ার