সুশোভন মুখোপাধ্যায়: টাইমমেশিনে করে সাত বছর পিছিয়ে যাওয়া ... সোমবার সকালে মোহনবাগান মাঠে ফিরল চেনা ছবি। ঘড়ি ধরে আটটার কিছু পরে মোহনবাগান মাঠে হাজির ব্যারেটো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'সবুজ তোতা' মাঠে নামতেই বাগান সমর্থকদের সেই প্রিয় স্লোগান-শীত-গ্রীষ্ম-বর্ষা..ব্যারেটোই ভরসা। ৭ বছর পর বাগান জার্সি পরে মাঠে নামলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। গ্যালারি থেকে হল পুষ্পবৃষ্টি।


 



ফুটবল ছেড়ে এখন কোচের তালিম নিচ্ছেন ব্যারেটো। তাই তো সময় পেতেই প্রিয় মোহনবাগানে স্প্যানিশ কোচ কিবু ভিকুনার কাছে ইন্টার্নশিপ সেরে নিচ্ছেন তিনি। মাঠে একেবারে বাধ্য ছাত্রের মত পরখ করলেন স্প্যানিশ কোচের কোচিং। অনুশীলনের সময় তাঁকে সাহায্যও করলেন। নস্টালজিয়া, আবেগ আর অনেক পুরনো স্মৃতিতে তখন কাবু হোসে রামিরেজ ব্যারেটো। স্বপ্ন প্রিয় সবুজ-মেরুনে কোচ হয়ে ফিরে আসা। তার জন্যই নিজেকে তৈরি করতে চান ব্রাজিলীয় তারকা।


আরও পড়ুন - ঋষভ পন্থের DRS-কল নিয়ে প্রশ্ন! ভুল রিভিউ নিয়েই হার, স্বীকার করলেন রোহিত


পেশাদার কোচ হিসাবে ইস্টবেঙ্গলের অফার এলে কি করবেন? চেনা ঢঙে ব্যারেটো জানিয়ে দিলেন, "তার তালিকায় প্রথম দুয়ে লাল-হলুদ থাকবে না। তবে তালিকায় কোথাও একটা থাকবে।" আগামী বছর A লাইসেন্স করতে চান। বিদেশে প্রো-লাইসেন্স করার ইচ্ছা রয়েছে। তবে সোমবারের পর বাগানে ব্যারেটোর কোচ হয়ে ফেরার কাউন্টডাউন শুরু হয়ে গেল।