নিজস্ব প্রতিবেদন : জাতীয় দলের জার্সিতে সার্বিয়ার বিরুদ্ধে ইউরোর বাছাই পর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তখনই সংশয় দানা বেঁধেছিল, ১০ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিরুদ্ধে কি মাঠে নামতে পারবেন জুভেন্টাস তারকা? পর্তুগিজ সুপারস্টার অবশ্য তখন চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি কোনও ঝুঁকি নিতে চাইছেন না। আয়াক্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোনাল্ডো পাওয়ার ব্যাপারে সংশয় রয়েছে তাঁর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



শনিবার সেরি-এ তে এম্পোলির বিরুদ্ধে মাঠে নামবে জুভেন্টাস।  ১০ এপ্রিল ইউরোপের সেরার আসরে আয়াক্সের মুখোমুখি হবে অ্যালেগ্রির দল। এম্পোলির বিরুদ্ধে রোনাল্ডো দলে নেই। সিআর সেভেনের চোট নিয়ে খুব সতর্কভাবে এগোতে চান জুভেন্টাস কোচ। তিনি জানান,"সোমবার রোনাল্ডোর পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপরেই আমরা তার অবস্থা জানতে পারব। প্রথম লেগে তার খেলা নিয়ে সংশয় আছে। আর ক্রিশ্চিয়ানো খুব ভালো করেই জানে যে সে যদি ফিট না হয়, সে খেলবে না। একটা ম্যাচের জন্য আমরা পুরো মরশুমের জন্য কোনও রকম ঝুঁকি নিতে পারব না।"


আরও পড়ুন - IPL 2019: কিংবদন্তি ফেল্পসকে ক্রিকেটের পাঠ দিলেন ঋষভ পন্থ!