নিজস্ব প্রতিবেদন : একাদশ আইপিএলে দুরন্ত ছন্দে এগোচ্ছে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। নির্বাসিত ডেভিড ওয়ার্নারের পরিবর্তে হায়দরাবাদের দায়িত্ব ঠান্ডা মাথায় সামলাচ্ছেন কিউই অধিনায়ক। কেনের সাফল্যের ক্যারিশমা কী ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরাটকে টপকে চড়চড় করে উপরে উঠছেন ধোনি


কেন উইলিয়ামসনের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। উইলিয়ামসনের সঙ্গে ক্যাপ্টেন কুলের তুলনা করলেন সানি। টাইমস অব ইন্ডিয়ায় গাভাসকর লিখেছেন, "কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার কৌশল জানেন উইলিয়ামসন। এমনকি গোটা দল যখন ভেঙে পড়ে তখনও তিনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। অনেকটা মহেন্দ্র সিং ধোনির মতো।"


আরও পড়ুন- কলকাতাকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই


উইলিয়ামসন প্রসঙ্গে গাভাসকার আরও বলেন, "এবছর তো দলে (হায়দরাবাদ) ওয়ার্নার নেই, তাই বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছে ওকে (উইলিয়ামসন)। নিউ জিল্যান্ড অধিনায়ক কিন্তু ব্যাটিংয়ের সঙ্গে নিজের নেতৃত্বের মান উচ্চপর্যায়ে নিয়ে গেছেন। যা সত্যিই প্রশংসনীয়।"